হাসপাতালে নেয়া হলো অমর একুশে হলের এজিএস প্রার্থী অর্ককে

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৯ এএম

এজিএস প্রার্থী অর্ককে হাসপাতালে নেয়া হচ্ছে। ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন অমর একুশে হলের এজিএস প্রার্থী অর্ক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সকালেই সহপাঠীরা রিকশা যোগে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তার সহপাঠীরা রিকশা যোগে দ্রুত হাসপাতালে পৌঁছে জরুরি বিভাগের কাছে পাঠান।
এদিকে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আটটি কেন্দ্রের ৮১০টি বুথে ডাকসু এবং হল সংসদে শিক্ষার্থীদের ভোটগ্রহণ চলছে। এবারের মোট ভোটার সংখ্যা ৩৯,৮৭৪ জন। পাঁচ ছাত্রী হলে ১৮,৯৫৯ ভোটের বিপরীতে ১৩ ছাত্র হলে ২০,৯১৫ জন ভোটার রয়েছেন।
ডাকসুতে ২৮টি পদের জন্য মোট ৪৭১ জন প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিয়েছেন। প্রতি হল সংসদে ১৩টি করে ১৮টি হলে মোট পদের সংখ্যা ২৩৪টি। এসব পদে ভোটের লড়াইয়ে ১,০৩৫ জন প্রার্থী নামেছেন। অর্থাৎ সব মিলিয়ে এবার ভোটারদের ৪১টি ভোট দিতে হবে।
আরো পড়ুন : ঢাবিতে প্রবেশে কঠোর নিয়ন্ত্রণ, ভেতরে বিজিবির টহল
এবারের ডাকসু ভোটে আংশিক ও পূর্ণাঙ্গ মিলিয়ে অন্তত ১০টি প্যানেল অংশ নিয়েছে। এর বাইরে স্বতন্ত্র প্রার্থীরাও লড়াই করছেন। নির্বাচনে অংশগ্রহণকারী প্যানেলের মধ্যে রয়েছে- জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস), সাতটি বাম ছাত্র সংগঠনের ‘প্রতিরোধ পর্ষদ’, ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ (উমামা ফাতেমার নেতৃত্বে), ছাত্রশিবির, ‘অপরাজেয় ৭১-অদম্য ২৪’ (ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের অংশ), ছাত্র অধিকার পরিষদ ও ইসলামী ছাত্র আন্দোলন।
ভিপি পদে মনোনীত হয়েছেন- আবিদুল ইসলাম খান (ছাত্রদল), শামীম হোসেন (স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য), নাইম হাসান হৃদয় (‘অপরাজেয় ৭১-অদম্য ২৪’), বিন ইয়ামিন মোল্লা (ছাত্র অধিকার পরিষদ) প্রমুখ।
জিএস পদে প্রতিদ্বন্দ্বী: শেখ তানভীর বারী হামিম, আল সাদী ভূঁইয়া, এনামুল হাসান অনয়, সাবিনা ইয়াসমিন প্রমুখ।
এজিএস পদে লড়ছেন: তানভীর আল হাদী মায়েদ বিজয়, মুহাঃ মহিউদ্দীন খান, জাহেদ আহমদ প্রমুখ।
বর্তমানে কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আবু সাদিক কায়েমকে ডাকসুতে ভিপি প্রার্থী করেছে ছাত্রশিবির। জিএস পদে ছাত্রশিবিরের প্রার্থী এস এম ফরহাদ এবং এজিএস পদে মুহাঃ মহিউদ্দীন খান প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বাগছাসের ভিপি প্রার্থী আব্দুল কাদের, এজিএস প্রার্থী আবু বাকের মজমুদার ও আশরেফা খাতুন। সাতটি বাম ছাত্র সংগঠন মনোনীত ‘প্রতিরোধ পর্ষদ’ প্যানেলের ভিপি প্রার্থী শেখ তাসনীম আফরোজ ইমি, জিএস প্রার্থী মেঘমল্লার বসু, এজিএস প্রার্থী জাবির আহমেদ জুবেল।
‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেলে জিএস প্রার্থী আল সাদী ভূঁইয়া, এজিএস প্রার্থী জাহেদ আহমদ। ‘অপরাজেয় ৭১-অদম্য ২৪’ প্যানেলের ভিপি প্রার্থী নাইম হাসান হৃদয়, জিএস এনামুল হাসান অনয়, এজিএস অদিতি ইসলাম। ছাত্র অধিকার পরিষদের ভিপি প্রার্থী বিন ইয়ামিন মোল্লা, জিএস সাবিনা ইয়াসমিন, এজিএস রাকিবুল ইসলাম।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোট চলবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে লাইনে দাঁড়ানো শিক্ষার্থীরাও ভোট দিতে পারবেন।