হুইলচেয়ারে ভোট কেন্দ্রে মেঘমল্লার বসু

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৮ পিএম

জিএস পদপ্রার্থী মেঘমল্লার বসু। ছবি : সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে হুইলচেয়ারে করে ভোট দিয়েছেন প্রতিরোধ পর্ষদের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী মেঘমল্লার বসু।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে একজন সহযোগীর সহায়তায় তিনি শারীরিক শিক্ষা ভোটকেন্দ্রে প্রবেশ করেন।
ভোটকেন্দ্রে এসে বসু বলেন, আমি আশা করি শিক্ষার্থীরা ব্যালটে প্রগতির পক্ষে রায় দেবেন।
এদিন সকাল ৮টা থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আটটি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটকেন্দ্রে শিক্ষার্থীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। ভিড় এড়াতে অনেক শিক্ষার্থী সকাল সকাল কেন্দ্রে পৌঁছান।
এবার মোট ভোটার সংখ্যা ৩৯,৮৭৪ জন। পাঁচ ছাত্রী হলে ১৮,৯৫৯ ভোটারের বিপরীতে ১৩ ছাত্র হলে ভোটার সংখ্যা ২০,৯১৫। ডাকসুতে ২৮টি পদের জন্য মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতি হল সংসদে ১৩টি করে ১৮টি পদ থাকায় মোট পদের সংখ্যা ২৩৪। এছাড়া হল সংসদে লড়ছেন ১,০৩৫ জন প্রার্থী। মোট ভোটারদের ৪১টি ভোট দিতে হবে।
এবারের ডাকসু ভোটে আংশিক ও পূর্ণাঙ্গ মিলিয়ে অন্তত ১০টি প্যানেল অংশগ্রহণ করেছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরাও লড়ছেন।
উল্লেখ্য, নির্বাচনী প্রচারণার মধ্যেই গত ১ সেপ্টেম্বর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন বসু। অস্ত্রোপচারের পর ৭ সেপ্টেম্বর হাসপাতাল থেকে ফিরেই তিনি নির্বাচনী প্রচারণায় সক্রিয় হন। ওইদিনও হুইলচেয়ারে মধুর ক্যান্টিনে এসে সংবাদ সম্মেলনে অংশ নিয়েছিলেন।