×

ক্যাম্পাস

ডাকসু নির্বাচন: পক্ষপাতের অভিযোগ তুললেন জিএস প্রার্থী ফরহাদ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৭ পিএম

ডাকসু নির্বাচন: পক্ষপাতের অভিযোগ তুললেন জিএস প্রার্থী ফরহাদ

সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী এস এম ফরহাদ। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন এবং নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী এস এম ফরহাদ।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব অভিযোগ করেন।

ফরহাদ বলেন, এখন পর্যন্ত ভোটগ্রহণ, শিক্ষার্থীদের সাড়া, অনাবাসী ও নারী শিক্ষার্থীদের উপস্থিতি সবকিছুই সন্তোষজনক ছিল। সবাই ভোট দিচ্ছেন। তবে কিছু অসঙ্গতি লক্ষ্য করেছি। কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে প্রচারণা নিষিদ্ধ থাকার কথা থাকলেও ছাত্রদল লিফলেট বিতরণ করেছে। আমরা অভিযোগ জানালেও ব্যবস্থা নেওয়া হয়নি। এগুলো আচরণবিধির লঙ্ঘন বলে অভিযোগ করেন তিনি।

আরো পড়ুন : ভোটকেন্দ্র ঘুরে যে বার্তা দিলেন সাদিক কায়েম

তিনি দাবি করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ অভিযোগ করেছে, তাদের বৈধ পোলিং এজেন্টকে বের করে দিয়ে ছাত্রদলের এজেন্টকে প্রবেশাধিকার দেওয়া হয়েছে। এটিকে তিনি অত্যন্ত উদ্বেগজনক উল্লেখ করে বলেন, কমিশন ও প্রশাসন নিরব ভূমিকা পালন করছে। ছাত্রদলের ব্যাপারে অভিযোগ জানানো হলেও তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়নি, যা খুবই দুঃখজনক।

শিক্ষার্থীদের উদ্দেশে ফরহাদ বলেন, এই নির্বাচন আপনাদের জন্য। আপনারা ভোটকেন্দ্রে এসে মতামত দিন। শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়লেই অন্যায়কারীরা ব্যর্থ হবে।

প্রসঙ্গত, এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন। সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিলো আইসিসি

বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিলো আইসিসি

দ্রুত পোস্টাল ভোট দেয়ার আহ্বান নির্বাচন কমিশনের

দ্রুত পোস্টাল ভোট দেয়ার আহ্বান নির্বাচন কমিশনের

সারাদেশে ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

সারাদেশে ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

আমরা চাঁদা-দুর্নীতিতে জড়াবো না: জামায়াত আমির

আমরা চাঁদা-দুর্নীতিতে জড়াবো না: জামায়াত আমির

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App