×

ক্যাম্পাস

ডাকসু নির্বাচন: সিনেট ভোটকেন্দ্রে হট্টগোল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১২ পিএম

ডাকসু নির্বাচন: সিনেট ভোটকেন্দ্রে হট্টগোল

সিনেট ভোটকেন্দ্রে হট্টগোলের খবর পাওয়া গেছে। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে ৮১০টি বুথে। এ সময় সিনেট ভোটকেন্দ্রে হট্টগোলের ঘটনা ঘটে।

জানা গেছে, স্বতন্ত্র প্রার্থী আরাফাত চৌধুরী ও ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক পদপ্রার্থী মাহমুদ হাসান সিনেট ভোটকেন্দ্রে প্রবেশের চেষ্টা করলে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এতে হট্টগোলের পরিস্থিতি তৈরি হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, তারা নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট এবং জোরপূর্বক কেন্দ্রে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছিলেন। এতে বাধার মুখে পড়েন তারা।

আরো পড়ুন : দায়িত্ব পালনকালে সাংবাদিকের মৃত্যু

এ সময় রিটার্নিং কর্মকর্তা গোলাম রব্বানি ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে তিনি ওই দুই প্রার্থীকে কেন্দ্র থেকে বের করে দেন।

উল্লেখ্য, সিনেট কেন্দ্রে মহসীন হল, এফ রহমান হল ও বিজয় ৭১ হলের শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন।

এদিকে, কার্জন হল কেন্দ্রে অমর একুশে হলের একটি বুথে ভোটারকে আগে থেকে পূরণকৃত ব্যালট সরবরাহ করায় পোলিং অফিসার ও অমর একুশে হলের কর্মকর্তা জিয়াউর রহমানকে প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে কার্জন হল পরীক্ষা কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা এ এম মহিউদ্দীন তাকে প্রত্যাহার করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কার্জন হলের দোতলায় অমর একুশে হলের ভোটকেন্দ্রে এক শিক্ষার্থীকে আগে পূরণ করা ব্যালট দিয়েছেন পোলিং অফিসার। এমন অভিযোগের প্রেক্ষিতে তাৎক্ষণিক ওই বুথ পরিদর্শন‌ করেন রিটার্নিং কর্মকর্তা। এ সময় ঘটনার সত্যতা পাওয়া গেলে তাৎক্ষণিক জিয়াউর রহমানকে প্রত্যাহার করা হয়।

পোলিং অফিসার জিয়াউর রহমান চৌধুরী বিষয়টি স্বীকার করে বলেন, এটি একটি অনিচ্ছাকৃত ভুল।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে আচরণবিধি ভঙ্গ করছে ছাত্রদল, অথচ প্রশাসন নির্বিকার ভূমিকা পালন করছে বলে অভিযোগ করেছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী এস এম ফরহাদ।

অন্যদিকে, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী আবু সাদিক কায়েমও একই অভিযোগ করেন। তিনি বলেন, সব প্রার্থী, ভোটার ও নির্বাচন কমিশনকে দায়িত্বশীল আচরণ করতে হবে। অনেক বহিরাগত প্রবেশের চেষ্টা করছে। প্রশাসনকে সামগ্রিক নিরাপত্তার বিষয়টি আরো গুরুত্ব সহকারে দেখতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডাকসু নির্বাচন: ছাত্রদলের বিরুদ্ধে নাটক করার অভিযোগ শিবিরের

ডাকসু নির্বাচন: ছাত্রদলের বিরুদ্ধে নাটক করার অভিযোগ শিবিরের

এশিয়া কাপে মোটা অঙ্কের প্রাইজমানি: কত টাকা পাবে চ্যাম্পিয়নরা

এশিয়া কাপে মোটা অঙ্কের প্রাইজমানি: কত টাকা পাবে চ্যাম্পিয়নরা

ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সম্ভাবনা দেখি না: ঢাবি উপাচার্য

ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সম্ভাবনা দেখি না: ঢাবি উপাচার্য

ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনের মডেল হতে পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনের মডেল হতে পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App