নির্বাচনে জয় শিক্ষার্থীদের, ব্যক্তিগত নয়: জিএস ফরহাদ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩১ এএম

এস এম ফরহাদ। ছবি : সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে নির্বাচিত হওয়ার পর ছাত্রশিবিরের নেতা এস এম ফরহাদ তার প্রতিক্রিয়া দিয়েছেন।
ফরহাদ বলেন, আমার দিক থেকে ব্যক্তিগত পর্যবেক্ষণ হচ্ছে, জিএস হিসেবে নির্বাচিত হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীদের বিজয়। এটি শুধু ফরহাদের বিজয় হিসেবে দেখা যাবে না।
তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর দায়িত্বের বোঝা রয়েছে। যে কয়দিন দায়িত্বে থাকবেন, সেই সময় কোনো ভুল করলে শিক্ষার্থীরা তাঁকে শুধরে দেবে। এছাড়া তিনি জানিয়েছেন, নির্বাচনের জয় উপলক্ষে কোনো বিজয় মিছিল করার পরিকল্পনা নেই।
বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন ফরহাদ।