জাকসু নির্বাচন
‘জাল ভোটের’ অভিযোগে হট্টগোল, ভোটগ্রহণ বন্ধ

কাগজ ডেস্ক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৯ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১৫ নম্বর ছাত্রী হলের ভোট কেন্দ্রে হট্টগোলের ঘটনা ঘটেছে। ছবি : সংগৃহীত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে জাল ভোটের অভিযোগ ঘিরে ১৫ নম্বর ছাত্রী হলে হট্টগোলের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৪৫ মিনিট ভোট গ্রহণ বন্ধ ছিল। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী তিনজন শিক্ষার্থী জানান, ছাত্রশিবির সমর্থকরা ওই কেন্দ্রে জাল ভোট দিচ্ছেন, এমন খবর ছড়িয়ে পড়লে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী শেখ সাদী হাসান কয়েকজন অনুসারীকে নিয়ে কেন্দ্রের ভেতরে প্রবেশ করেন। তাঁদের সঙ্গে ফজিলাতুন্নেসা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক নজরুল ইসলাম ও কয়েকজন সাংবাদিকও ছিলেন বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা।
১৫ নম্বর হলের ফটকে দায়িত্বে থাকা দুজন কর্মচারীর দাবি, একজন শিক্ষকের সঙ্গে ছাত্রদলের প্রার্থীরা হলে ঢোকেন। আমরা বাধা দিলেও তারা শোনেননি।
তবে ১৫ নম্বর হলের প্রাধ্যক্ষ শামীমা সুলতানা বলেন, ভোট দেওয়ার পর আঙুলে ব্যবহার করা কালি দীর্ঘস্থায়ী হচ্ছিল না। নতুন কালি আনার জন্য সাময়িকভাবে ভোট বন্ধ ছিল। এ সময়েই হট্টগোলের পরিস্থিতি তৈরি হয়।
আরো পড়ুন : জাকসু নির্বাচন : হল থেকে ছাত্রদলের কেন্দ্রীয় নেতা আটক
অন্যদিকে অধ্যাপক নজরুল ইসলাম বলেন, তিনি নির্বাচন মনিটরিং টিমের সদস্য। অনুমতির প্রয়োজন নেই। জাল ভোট দেওয়ার অভিযোগ শুনে তিনি হলে গিয়েছিলেন, তবে তাঁর সঙ্গে কোনো প্রার্থী ছিলেন না।
এ বিষয়ে জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক একেএম রাশিদুল আলম বলেন, অনুমতি ছাড়া হলে প্রবেশের কোনো সুযোগ নেই।
ভিপি পদপ্রার্থী শেখ সাদী হাসান দাবি করেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমরা প্রক্টর স্যারের অনুমতি নিয়েই হলে গিয়েছিলাম। সেখানে জাল ভোটের অভিযোগ পেয়েছিলাম। তবে কিছু শিক্ষার্থী বিষয়টিকে মব তৈরির দিকে নিতে চেয়েছিল।