×

ক্যাম্পাস

রাবিতে শাটডাউন স্থগিত, ক্লাস-পরীক্ষা বর্জন জাতীয়তাবাদী শিক্ষকদের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০০ পিএম

রাবিতে শাটডাউন স্থগিত, ক্লাস-পরীক্ষা বর্জন জাতীয়তাবাদী শিক্ষকদের

ছবি : সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চলমান শাটডাউন কর্মসূচি ৭ দিনের জন্য স্থগিত করেছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। তবে ক্লাস-পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে বলে জানিয়েছেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নেতারা।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে অফিসার্স সমিতির কোষাধ্যক্ষ মাসুদ রানা শাটডাউন প্রত্যাহারের ঘোষণা দেন। এ সময় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক আবদুল আলীম জানান, তাদের ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচি চলবে।

মাসুদ রানা বলেন, মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে অফিসার্স সমিতির দ্বিপক্ষীয় বৈঠক হয়। সেখানে দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেওয়া হলে ৭ দিনের জন্য শাটডাউন স্থগিত রাখা হয়েছে। তবে নির্ধারিত সময়ে দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

অন্যদিকে, জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক আবদুল আলীম বলেন, শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তিনি স্পষ্ট করে বলেন, শাস্তি নিশ্চিত না হলে ক্লাস-পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত বহাল থাকবে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান বলেন, কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে তারা শাটডাউন প্রত্যাহার করেছেন। শিক্ষকদের একাংশও ক্লাসে ফিরেছেন, কিছু বিভাগে ক্লাস-পরীক্ষা শুরু হয়েছে। অন্য পক্ষের সঙ্গেও আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা আশা করি তারাও ক্লাসে ফিরবেন।

এদিকে বুধবার সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ‘অযৌক্তিক’ শাটডাউন কর্মসূচির প্রতিবাদে মানববন্ধন করে ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অপকর্ম ঢাকতে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা করলেন বেনজীরের ক্যাশিয়ার জসিম

অপকর্ম ঢাকতে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা করলেন বেনজীরের ক্যাশিয়ার জসিম

ভারত বনাম বাংলাদেশ: যে ৫ বিতর্ক কাঁপিয়ে দিয়েছিল ক্রিকেট বিশ্ব

ভারত বনাম বাংলাদেশ: যে ৫ বিতর্ক কাঁপিয়ে দিয়েছিল ক্রিকেট বিশ্ব

নির্বাচনী রাজনীতি: ‘ষড়যন্ত্র’ দেখছে বিএনপি

নির্বাচনী রাজনীতি: ‘ষড়যন্ত্র’ দেখছে বিএনপি

গাজা যুদ্ধ বন্ধ করলেই নোবেল পাবেন ট্রাম্প

ফ্রান্স প্রেসিডেন্টের ভাষ্য গাজা যুদ্ধ বন্ধ করলেই নোবেল পাবেন ট্রাম্প

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App