×

রাজধানী

কারওয়ান বাজারে মালয়েশিয়া যেতে না পারা শ্রমিকদের সড়ক অবরোধ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৪ পিএম

কারওয়ান বাজারে মালয়েশিয়া যেতে না পারা শ্রমিকদের সড়ক অবরোধ

কারওয়ান বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা। ছবি : সংগৃহীত

রাজধানীর কারওয়ান বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা। রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে সার্ক ফোয়ারা এলাকায় জড়ো হয়ে তারা এ কর্মসূচি শুরু করেন। এতে কারওয়ান বাজার ও আশপাশের সড়কে যান চলাচল ব্যাহত হয়।

বিক্ষোভকারীরা জানান, তারা ২০২৪ সালের ৩১ মে সময়সীমার মধ্যে মালয়েশিয়া কর্তৃপক্ষের নির্ধারিত ১৭ হাজার শ্রমিকের অংশ। তারা এখনও তাদের যাওয়ার ব্যবস্থা হয়নি।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া এক কর্মী বলেন, আমাদের মে মাসের মধ্যে যাওয়ার কথা ছিল। কিন্তু এখনও যেতে পারিনি। ৫-৬ লাখ টাকা খরচ করেছি, যার বেশিরভাগই ঋণ।

বিক্ষোভকারীদের নেতৃত্ব দেওয়া মাইন উদ্দিন বাবু অভিযোগ করে বলেন, আমরা নিঃস্ব হয়ে গেছি। সরকার আশ্বস্ত করেছিল, কিন্তু বাস্তবে কোনো অগ্রগতি হয়নি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না।

বিক্ষোভকারীরা পাঁচ দফা দাবি উত্থাপন করেন–

১. যাদের ই-ভিসা ৩১ মে’র আগে ইস্যু হয়েছে কিন্তু বিএমইটির ছাড়পত্র পাননি এবং যারা সব প্রক্রিয়া শেষ করেছেন, তাদের দ্রুত মালয়েশিয়া পাঠাতে হবে।

২. নতুন সাক্ষাৎকার হোক বা না হোক, কোনো শ্রমিককে প্রক্রিয়ার বাইরে রাখা যাবে না।

৩. অতি দ্রুত একটি নির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে এবং লিখিতভাবে একটি স্মারকলিপি দিতে হবে।

৪. প্রধান উপদেষ্টা ও প্রবাসীকল্যাণ উপদেষ্টার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সেই স্মারকলিপি জমা দিতে হবে।

৫. লিখিত সময়সীমার মধ্যে শ্রমিকদের পাঠানো সম্ভব না হলে সরকারকে অবিলম্বে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা ও ক্ষতিপূরণ দিতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চালডালে ই–কমার্স স্টার্টআপ ভিজিট আয়োজন লাইট অব হোপের

চালডালে ই–কমার্স স্টার্টআপ ভিজিট আয়োজন লাইট অব হোপের

দুই দলই দুষছে সরকারকে

দুই দলই দুষছে সরকারকে

রিয়া মনির মামলায় হিরো আলম গ্রেপ্তার

রিয়া মনির মামলায় হিরো আলম গ্রেপ্তার

গণভোটে কোনো প্রশ্নে দ্বিমত থাকলে ‘না’ বলার সুযোগ কোথায়

সরকারকে রিজভীর প্রশ্ন গণভোটে কোনো প্রশ্নে দ্বিমত থাকলে ‘না’ বলার সুযোগ কোথায়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App