×

চট্টগ্রাম

ফেনীতে প্রস্তুত ১৩১ আশ্রয়কেন্দ্র, চালু কন্ট্রোল রুম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ০৮:২৩ এএম

ফেনীতে প্রস্তুত ১৩১ আশ্রয়কেন্দ্র, চালু কন্ট্রোল রুম

ফুলগাজী ও পরশুরামের বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে। ছবি : সংগৃহীত

টানা ভারী বর্ষণ এবং ভারতের উজানের পানি ঢুকে পড়ায় ফেনী জেলার ফুলগাজী ও পরশুরাম উপজেলায় বন্যা পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে। এই সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় জেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি নিয়েছে। এরই অংশ হিসেবে দুই উপজেলায় মোট ১৩১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। একইসঙ্গে খোলা হয়েছে ২৪ ঘণ্টা সক্রিয় কন্ট্রোল রুম, বরাদ্দ দেওয়া হয়েছে খাদ্য সহায়তাও।

মঙ্গলবার (৮ জুলাই) রাত ১০টার দিকে ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।

জেলা প্রশাসন জানিয়েছে, ফুলগাজী উপজেলায় ৩২টি মাধ্যমিক বিদ্যালয় ও ৬৭টি প্রাথমিক বিদ্যালয় এবং পরশুরাম উপজেলায় ৩২টি শিক্ষা প্রতিষ্ঠানসহ মোট ১৩১টি প্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা হয়েছে।

আশ্রয়কেন্দ্রগুলোতে শুকনো খাবার, রান্না করা খাবার ও বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। দুর্গত মানুষের জন্য খাদ্য সহায়তা ও অন্যান্য ব্যবস্থাপনায় ৬ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম জানান, ফুলগাজী ও পরশুরাম উপজেলায় দুর্যোগপ্রবণ এলাকার মানুষদের নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দুই উপজেলায় ৪০০ করে মোট ৮০০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে। পাশাপাশি রান্না করা খাবার সরবরাহেও প্রস্তুতি নেওয়া হয়েছে।

আরো পড়ুন : কক্সবাজারে সমুদ্রে নেমে চবি শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ ২

বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য জেলা ত্রাণ ও পুনর্বাসন শাখায় ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম চালু রাখা হয়েছে। যোগাযোগের জন্য মোবাইল নম্বর: 01818-444500, 01336-586693

এদিকে মুহুরী ও সিলোনিয়া নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অন্তত ১০টি স্থান ভেঙে গেছে। ফলে ফুলগাজী ও পরশুরামের বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে হাজারো মানুষ, দেখা দিয়েছে চরম ভোগান্তি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সমুদ্রবন্দরে তিন ও নদীবন্দরে এক নম্বর সতর্ক সংকেত

সমুদ্রবন্দরে তিন ও নদীবন্দরে এক নম্বর সতর্ক সংকেত

সাবেক ডিবি প্রধান হারুনের ভাইসহ ৩ কর্মকর্তাকে বরখাস্ত

সাবেক ডিবি প্রধান হারুনের ভাইসহ ৩ কর্মকর্তাকে বরখাস্ত

গুজরাতে সেতু ভেঙে ৪ গাড়ি নদীতে, নিহত ৩

গুজরাতে সেতু ভেঙে ৪ গাড়ি নদীতে, নিহত ৩

এবার গাজা শাসন করার খায়েশ ইসরায়েলের

এবার গাজা শাসন করার খায়েশ ইসরায়েলের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App