×

চট্টগ্রাম

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দোকান মালিকসহ দগ্ধ ১০

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৫ এএম

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দোকান মালিকসহ দগ্ধ ১০

ছবি : সংগৃহীত

চট্টগ্রামের সাতকানিয়ায় একটি গ্যাস সিলিন্ডারের দোকানে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দোকান মালিকসহ ১০ জন শ্রমিক দগ্ধ হয়েছেন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে সাতকানিয়ার চরতি ইউনিয়নের চরপাড়া এলাকার বৈলতলি ইউনুস মার্কেটে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, দোকান মালিক মাহবুবুর রহমান (৪৫), মো. সৌরভ রহমান (২৫), মোহাম্মদ কফিল (২২), মোহাম্মদ রিয়াজ (১৭), মোহাম্মদ ইউনুস (২৬), মোহাম্মদ আকিব (১৭), মো. হারুন (২৯), মোহাম্মদ ইদ্রিস (৩০), মোহাম্মদ লিটন (২৮) ও মোহাম্মদ ছালে (৩৩)।

আরো পড়ুন : স্বাস্থ্যঝুঁকি ও অর্থনীতিতে ভয়াবহ ক্ষতির মুখে বাংলাদেশ

চন্দনাইশ ফায়ার স্টেশন সূত্রে জানা যায়, দোকানে সিলিন্ডারের বোতল আনলোড করার সময় এক শ্রমিক সিগারেট খাচ্ছিলেন। এসময় সিগারেটের আগুন থেকে হঠাৎ দাহ্য পদার্থে আগুন ধরে যায় এবং সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে দোকান মালিকসহ উপস্থিত ১০ জন শ্রমিক দগ্ধ হন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলাউদ্দিন জানান, আহতদের দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসকরা তাদের ৩৬ নম্বর বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করেন। বর্তমানে সেখানেই তাদের চিকিৎসা চলছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাস্তার অভাবে অচল রায়গঞ্জের কোটি টাকার সেতু

রাস্তার অভাবে অচল রায়গঞ্জের কোটি টাকার সেতু

একনেকে ৮ হাজার ৩৩৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

একনেকে ৮ হাজার ৩৩৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

সাংবিধানিক আদেশে জুলাই সনদ বাস্তবায়ন, নির্বাচনের দিন গণভোট

বিশেষজ্ঞদের সুপারিশ সাংবিধানিক আদেশে জুলাই সনদ বাস্তবায়ন, নির্বাচনের দিন গণভোট

শত বাঁধার মুখেও স্বপ্নের পথে থেমে থাকেননি প্রিয়াঙ্কা

শত বাঁধার মুখেও স্বপ্নের পথে থেমে থাকেননি প্রিয়াঙ্কা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App