×

কর্পোরেট নিউজ

‘ঢাকা ট্রাভেল মার্টে’র কো-স্পন্সর আকিজ এয়ার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ০৭:২২ পিএম

‘ঢাকা ট্রাভেল মার্টে’র কো-স্পন্সর আকিজ এয়ার

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক পর্যটন মেলার ২০তম আসর ‘ঢাকা ট্রাভেল মার্ট-২০২৫’-এর কো-স্পন্সর হিসেবে যুক্ত হলো দেশের শীর্ষস্থানীয় ভ্রমণ প্রতিষ্ঠান আকিজ এয়ার। আগামী ৬ থেকে ৮ ফেব্রুয়ারি রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলের বলরুমে ভ্রমণ ও পর্যটনবিষয়ক প্রকাশনা বাংলাদেশ মনিটর আয়োজিত মেলাটি অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাজধানীর বাংলাদেশ মনিটর কার্যালয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে এ সংক্রান্ত এক চুক্তি স্বাক্ষরিত হয়।

আকিজ এয়ারের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা দারাজ মাহমুদ ও বাংলাদেশ মনিটরের ব্যবস্থাপনা সম্পাদক ড. ফরহাদ কামাল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম, আকিজ এয়ারের সহকারি ব্যবস্থাপক-অপারেশনস মোহাম্মদ আব্দুল হালিম, সহকারি ব্যবস্থাপক-সেলস সেলডন জোসেফ ডি’সিলভাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

আরো পড়ুন: দেশের প্রথম ‘অনলাইন বাণিজ্য মেলা’ শুরু করলো রকমারি

চুক্তির অধীনে, ঢাকা ট্রাভেল মার্টের আয়োজন ও দেশ-বিদেশে প্রচারের ক্ষেত্রে বাংলাদেশ মনিটরকে সার্বিক সহায়তা দেবে আকিজ এয়ার। এ ছাড়া মেলা চলাকালীন নতুন প্রোডাক্ট উদ্বোধন এবং দেশ-বিদেশের বিভিন্ন গন্তব্যে এয়ার টিকিটের ওপর বিশেষ মূল্যছাড় ঘোষণা করবে আকিজ এয়ার।

এবারের ঢাকা ট্রাভেল মার্টে স্বাগতিক বাংলাদেশসহ ৮টি দেশের ৪৫টির বেশি প্রতিষ্ঠান ও সংস্থা তাদের পণ্য ও সেবা প্রদর্শন করবে।

আগামী ৬ থেকে ৮ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে মেলা। প্রবেশ ফি নির্ধারিত হয়েছে জনপ্রতি ৫০ টাকা। দর্শনার্থীরা প্রবেশ টিকিটের ওপর আয়োজিত র‌্যাফেল ড্রতে দেশ-বিদেশে ভ্রমণের জন্য এয়ার টিকিটসহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কারের সুযোগ পাবেন। বিজ্ঞপ্তি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এবার নাসির উদ্দিন পাটোয়ারীর নামে মামলা যুবদল নেতা নয়নের

এবার নাসির উদ্দিন পাটোয়ারীর নামে মামলা যুবদল নেতা নয়নের

পিএসসির সামনে অ্যাকশনে সেনাবাহিনী

পিএসসির সামনে অ্যাকশনে সেনাবাহিনী

বিএনপির প্রার্থী তালিকায় নেই যেসব প্রভাবশালী নেতার নাম

বিএনপির প্রার্থী তালিকায় নেই যেসব প্রভাবশালী নেতার নাম

তিন আসনে লড়বেন খালেদা জিয়া, তারেক রহমান একটিতে

তিন আসনে লড়বেন খালেদা জিয়া, তারেক রহমান একটিতে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App