×

করপোরেট সংবাদ

পরিবেশ সুরক্ষায় এগিয়ে আসছে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ০৭:৪৯ পিএম

পরিবেশ সুরক্ষায় এগিয়ে আসছে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান

পরিবেশ সুরক্ষায় এগিয়ে আসছে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান

জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও পরিবেশ সুরক্ষায় বাংলাদেশ সরকারের পাশাপাশি বেসরকারি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পোশাক শিল্প, বেসরকারি ব্যাংক এবং দেশি-বহুজাতিক কোম্পানিগুলোর উদ্যোগ দিন দিন বাড়ছে। সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার, বর্জ্য ব্যবস্থাপনা ও সবুজ স্থাপনা নির্মাণের মতো পদক্ষেপ গ্রহণ করছেন তারা। টেকসই উন্নয়নের পথ দেখাচ্ছে এসব উদ্যোগ। 

পরিবেশ সুরক্ষায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশের তৈরি পোশাক খাত। যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিলের লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন (লিড) সনদপ্রাপ্ত পোশাক কারখানার সংখ্যা দাঁড়িয়েছে ২৫৮টিতে। বিশ্বের শীর্ষ ১০০টি লিড সার্টিফায়েড কারখানার তালিকায় বাংলাদেশে রয়েছে ৫৪টি। লিড সনদপ্রাপ্ত এসব কারখানা পরিবেশ সুরক্ষায় বড় সাফল্য এনেছে।

কেবল পোশাক শিল্প নয়, অন্যান্য দেশি ও বহুজাতিক কোম্পানিও পরিবেশ সুরক্ষায় বিশেষ অবদান রাখছে। দীর্ঘ ৪৫ বছর ধরে সবুজায়নের প্রচেষ্টায় কাজ করে যাচ্ছে বহুজাতিক প্রতিষ্ঠান বিএটি বাংলাদেশ। বর্তমানে দেশের ২৪টি জেলায় বৃক্ষরোপণ কার্যক্রম চালাচ্ছে এই প্রতিষ্ঠান। এর মধ্যে কুষ্টিয়ার লালন শাহ সেতু, কুষ্টিয়া বাইপাস সড়ক, কুষ্টিয়া-যশোর মহাসড়ক এবং জিকে খাল এলাকাজুড়ে গাছের সংখ্যা বৃদ্ধিতে বিশেষ প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। গত চার দশকে তারা কৃষক, উদ্যোক্তা ও স্থানীয় নাগরিকদের মাঝে ১৩ কোটিরও বেশি গাছের চারা বিনামূল্যে বিতরণ করেছে। সেই সঙ্গে চারাগাছ উৎপাদনের জন্য ১৯টি নার্সারি পরিচালনা করছে।

বাংলাদেশে বেসরকারি ব্যাংকগুলোর সিএসআর খাতের একটি উল্লেখযোগ্য অংশ পরিবেশ ও জলবায়ু সংরক্ষণে ব্যয় হচ্ছে। চলতি বছরের প্রথম ছয় মাসে এ খাতে ব্যয় হয়েছে ৫ কোটি ২১ লাখ টাকা, যা মোট সিএসআর ব্যয়ের প্রায় ৩.৫ শতাংশ।  উদাহরণস্বরূপ, শাহজালাল ইসলামী ব্যাংক গত বছর কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুরের শিক্ষাপ্রতিষ্ঠানে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেছিল এবং চলতি বছরও বিভিন্ন এলাকায় বৃহৎ পরিসরে বৃক্ষরোপণ কার্যক্রম চালাচ্ছে। এছাড়া ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্সও রাজউকের তত্ত্বাবধানে ঢাকার বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে।

পরিবেশবান্ধব জ্বালানি হিসেবে সৌরবিদ্যুৎ উৎপাদনে ফ্লোসোলার সল্যুশনস ও গ্রিনপাওয়ার এশিয়া একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে রবি আজিয়াটা পিএলসি। এর আওতায় ১০০ মেগাওয়াট পিক (এমডব্লিউপি) সৌরবিদ্যুৎ প্ল্যান্ট নির্মাণ ও পরিচালনায় একটি স্পেশাল পারপাস ভেহিকেল (এসপিভি) গঠন করা হবে। এ সম্পর্কিত প্রকল্পটি কার্যকর হলে বছরে প্রায় ৬৮ দশমিক ২ টন কার্বন নিঃসরণ কমবে বলে আশা করা হচ্ছে।

জার্মানওয়াচের গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইনডেক্স (২০২১) অনুযায়ী, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান সপ্তম। ২০০০ থেকে ২০১৯ সাল পর্যন্ত দেশে ১৮৫টি প্রাকৃতিক দুর্যোগে ১১,৪৫০ জন মানুষ প্রাণ হারিয়েছেন। আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ৩.৭২ বিলিয়ন ইউএস ডলার। এছাড়াও সম্প্রতি বিশ্বব্যাংকের ‘অ্যান আনসাসটেইনেবল লাইফ: দ্য ইমপ্যাক্ট অব হিট অন হেলথ অ্যান্ড দ্য ইকোনমি অব বাংলাদেশ’ প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে তাপমাত্রা ক্রমশ বাড়তে থাকায় ২০২৪ সালে অন্তত ২৫ কোটি কর্মদিবস নষ্ট হয়েছে। এতে অর্থনৈতিক ক্ষতি হয়েছে ১৩৩ কোটি থেকে ১৭৮ কোটি ডলার। 

ট্রেডিং ইকোনমিকসের তথ্য অনুসারে, ২০২৪ সালে বাংলাদেশের গড় তাপমাত্রা ২০২৩ সালের তুলনায় ০.১৬° সেলসিয়াস বেড়েছে, যা ভবিষ্যতে দেশের কৃষি, স্বাস্থ্য ও অর্থনীতিতে আরও বড় ক্ষতির কারণ হতে পারে। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার সায়েন্স এন্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের শিক্ষক মোঃ শাহরিয়ার সরকার বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সরকারি নীতি এবং ব্যবস্থাপনার পাশাপাশি বেসরকারি খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে বেসরকারি প্রতিষ্ঠানগুলোরও দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ববোধ থেকেই এগিয়ে আসছে তারা। পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সারাদেশে এ ধরনের কার্যক্রম আরও প্রসারিত করতে হবে। সকলের সমন্বিত প্রচেষ্টাই পারবে জলবায়ু পরিবর্তন প্রশমন বাস্তবায়ন করতে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্বর্ণের দাম আরও কমল

স্বর্ণের দাম আরও কমল

সীমান্ত, ষড়যন্ত্র ও রাজনীতি: বাংলার রাজনৈতিক থ্রিলারের নতুন মাত্রা ‘রক্তবীজ ২’

সীমান্ত, ষড়যন্ত্র ও রাজনীতি: বাংলার রাজনৈতিক থ্রিলারের নতুন মাত্রা ‘রক্তবীজ ২’

অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভূমিকা রাখবে কৃত্রিম বুদ্ধিমত্তা

পিএমও কনভারজেন্স ২০২৫ অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভূমিকা রাখবে কৃত্রিম বুদ্ধিমত্তা

পরিবেশ সুরক্ষায় এগিয়ে আসছে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান

পরিবেশ সুরক্ষায় এগিয়ে আসছে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App