×

সারাদেশ

ঘরে ঘরে পৌঁছে ধানের শীষের বিজয় সুনিশ্চিতে মাজেদ বাবুর আহ্বান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ১২:৩০ পিএম

ঘরে ঘরে পৌঁছে ধানের শীষের বিজয় সুনিশ্চিতে মাজেদ বাবুর আহ্বান

ঘরে ঘরে পৌঁছে ধানের শীষের বিজয় সুনিশ্চিতে মাজেদ বাবুর আহ্বান

ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের বিএনপি প্রার্থী প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেছেন, জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ খুব বেশি দূরে নয়, কারও নির্দেশের অপেক্ষায় না থেকে ধানের শীষকে বিজয়ী করতে মাঠে নেমে পড়ুন। ঘরে ঘরে পৌঁছে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করুন।
সোমবার ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করার পূর্বে নেতাকর্মীদের উদ্দেশে এক বক্তব্যে এসব কথা বলেন মাজেদ বাবু।
ধানের শীষের পক্ষে সবাইকে ঘরে ঘরে যাওয়ার আহ্বান জানিয়েছে মাজেদ বাবু বলেন, সবাই মাঠে ময়দানে কাজ শুরু করেন। কোনো নির্দেশের জন্য কেউ অপেক্ষা করার দরকার নাই। যে যেভাবে পারেন সবার কাছে পৌঁছে যান, আমাদের সালাম দেন। আমাদের নেতা তারেক রহমানের সালাম দেন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার সালাম দেন। ধানের শীষের বিজয় সুনিশ্চিত করুন।
বিএনপির এই প্রার্থী বলেন, ঈশ্বরগঞ্জের উন্নয়ন প্রশ্নে কোনো দল নেই, মত নেই, নেই বিভাজন...এখানে প্রয়োজন ঐক্য, সম্প্রীতি ও সমন্বিত উন্নয়নের অঙ্গীকার। আগামী নির্বাচনে ধানের শীষ হোক ঈশ্বরগঞ্জের দল-মত নির্বিশেষে সবার ঐক্যের প্রতীক।
তিনি আরও বলেন, আমি আপনাদের কথা দিতে পারি এই ঈশ্বরগঞ্জ থেকে আমার কিছুই নেওয়ার নেই। এই ঈশ্বরগঞ্জ থেকে আপনাদের ভালোবাসা নিতে এসেছি। আর তার বিনিময়ে এই অঞ্চলকে একটি মডেল অঞ্চল হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই।
তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে একসাথে কাজ করতে হবে। ধানের শীষ বিজয়ী হলে দেশ উন্নয়নের পথে ধাবিত হবে।
এ সময় উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি সহ বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রতিশ্রুতি লঙ্ঘন করে এনইআইআর চালুর ঘোষণা, মোবাইল ব্যবসায়ীদের চরম ক্ষোভ

প্রতিশ্রুতি লঙ্ঘন করে এনইআইআর চালুর ঘোষণা, মোবাইল ব্যবসায়ীদের চরম ক্ষোভ

মনোনয়নপত্র দাখিলের সময় বাড়ানো হবে না: ইসি সচিব

মনোনয়নপত্র দাখিলের সময় বাড়ানো হবে না: ইসি সচিব

এনসিপির মুখপাত্র হলেন আসিফ মাহমুদ

এনসিপির মুখপাত্র হলেন আসিফ মাহমুদ

আসন্ন নির্বাচন আয়োজনে ‘আমরা পুরোপুরি প্রস্তুত’ : প্রধান উপদেষ্টা

আসন্ন নির্বাচন আয়োজনে ‘আমরা পুরোপুরি প্রস্তুত’ : প্রধান উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App