×

ক্রিকেট

এশিয়া কাপে বাংলাদেশের সব ম্যাচ আবুধাবিতে, সূচি চূড়ান্ত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ১০:৩৮ এএম

এশিয়া কাপে বাংলাদেশের সব ম্যাচ আবুধাবিতে, সূচি চূড়ান্ত

ছবি: সংগৃহীত

সব জল্পনার অবসান ঘটিয়ে আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ ক্রিকেট। এবারের টুর্নামেন্টের ‘বি’ গ্রুপে খেলবে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। গ্রুপ পর্বে বাংলাদেশ তাদের সব ম্যাচ খেলবে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে।

আগামী ৯ সেপ্টেম্বর হংকং ও আফগানিস্তানের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের এশিয়া কাপের লড়াই। বাংলাদেশের অভিযান শুরু হবে ১১ সেপ্টেম্বর, প্রথম ম্যাচে লিটন দাসের দল মুখোমুখি হবে হংকংয়ের। এরপর ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা এবং ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচ খেলবে বাংলাদেশ। সব ম্যাচের ভেন্যু আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়াম।

২০ ওভারের এই টুর্নামেন্টের ভেন্যু নিয়ে শুরুতে কিছুটা ধোঁয়াশা থাকলেও শেষ পর্যন্ত এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) দুইটি ভেন্যুর নাম চূড়ান্ত করেছে। আবুধাবিতে হবে মোট ৮টি ম্যাচ। এর মধ্যে রয়েছে বাংলাদেশের সব গ্রুপ ম্যাচ। সুপার ফোর ও ফাইনালসহ বাকি ১০টি ম্যাচ হবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে।

আরো পড়ুন : উড়ন্ত জয়ে ২ ম্যাচ হাতে রেখেই ফাইনালে বাংলাদেশ

‘এ’ গ্রুপে খেলবে ভারত, পাকিস্তান, ওমান ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। এই গ্রুপের সবচেয়ে আলোচিত ম্যাচটি হবে ১৪ সেপ্টেম্বর। দুবাইয়ে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। তবে ওমানের বিপক্ষে ভারতের ম্যাচ অনুষ্ঠিত হবে আবুধাবিতে।

দুই গ্রুপ থেকে শীর্ষ দুইটি করে দল যাবে সুপার ফোরে। সুপার ফোরে প্রত্যেক দল একে অপরের মুখোমুখি হবে, এরপর পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল খেলবে শিরোপা নির্ধারণী ফাইনাল।

এবারের এশিয়া কাপের আনুষ্ঠানিক আয়োজক ভারত। তবে এশিয়া কাপের আয়োজক ভারত বা পাকিস্তান হলে খেলা হবে নিরপেক্ষ ভেন্যুতে, এই সিদ্ধান্ত আগেই নেওয়া। তাই এবার টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তিন সমাবেশ ঘিরে রাজধানীতে ১৪ হাজার পুলিশ মোতায়েন

তিন সমাবেশ ঘিরে রাজধানীতে ১৪ হাজার পুলিশ মোতায়েন

চার বিভাগে ভারী বৃষ্টিপাতের শঙ্কা

চার বিভাগে ভারী বৃষ্টিপাতের শঙ্কা

হাসিনা-কামালের বিরুদ্ধে বিচার শুরু, সরাসরি সম্প্রচার

জুলাই গণহত্যা হাসিনা-কামালের বিরুদ্ধে বিচার শুরু, সরাসরি সম্প্রচার

আওয়ামী লীগ নেতা মীর মোশারফ সুমন গ্রেপ্তার

আওয়ামী লীগ নেতা মীর মোশারফ সুমন গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App