প্রথম প্রেমে পড়েছেন? যেসব বিষয়ে নজর রাখবেন

কাগজ ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪০ পিএম

ছবি: সংগৃহীত
জীবনে কখন প্রেম আসবে তা আগে থেকে বলা মুশকিল। কে কখন কার মনে দোলা দেয় তা পূর্ব নির্ধারিত থাকে না। চলার পথে হঠাৎ একজনকে অনন্য লাগে। তার জন্য মন অস্থির হয়ে যায়। তাকে দেখলে শান্তি লাগে। এমন অনুভূতিকেই বোধহয় প্রেমে পড়া বলে।
প্রথম প্রেমে ভালোলাগার পরিমাণ থাকে বেশি। বাঁধন থাকে না আবেগের। তবে প্রথম প্রেমে সম্পর্কের কোনো অভিজ্ঞতা থাকে না। তাই এই সম্পর্কটি সুন্দরভাবে পরিচালিত করতে কিছু বিষয় মাথায় রাখা জরুরি। চলুন বিস্তারিত জেনে নিই-
সম্পর্কের যত্ন নিন
নতুন হোক কিংবা পুরনো— সম্পর্ককে সময় দেওয়া জরুরি। প্রথম প্রেমের ক্ষেত্রে এই বিষয়টিতে আরও বেশি করে নজর দেওয়া জরুরি। জীবনে কাজ আর ব্যস্ততা থাকবেই। তবে এসবের ফাঁকেই নতুন সম্পর্ককে সময় দিতে হবে। একটি সম্পর্ক কতটা সুন্দর আর মজবুত হবে তা নির্ভর করে গুরুত্ব দেওয়ার ওপর।
পারস্পরিক বোঝাপড়া
সম্পর্কের অদৃশ্য সুতো হলো পারস্পরিক বোঝাপড়া। একটি সম্পর্কে ভুল বোঝাবুঝি যত কম হয়, সম্পর্কটি তত বেশি দৃঢ় হয়। তাই যেকোনো বিষয়ে খোলাখুলি কথা বলুন। মনের মধ্যে অভিমানের পাহাড় না জমিয়ে অপরপক্ষকে মনের কথা খুলে বলুন। যত কথা বলবেন, ভুল বোঝাবুঝির আশঙ্কা তত কমবে।
মন খুলে কথা বলুন
একে-অপরের অপছন্দের বিষয়গুলো মনের মধ্যে চেপে রাখবেন না। সরাসরি সঙ্গীকে জানিয়ে দিন। দোষে-গুণ মিলিয়েই মানুষ। এক জনের সব কাজকর্মই যে অপরপক্ষের ভালো লাগবে এমনটা নাও হতে পারে। যে আচরণগুলো আপনার পছন্দ নয়, সেটি নিয়ে কথা বলুন। মানিয়ে নেওয়ার পরিকল্পনা সম্পর্কের ক্ষতি করতে পারে।