এশিয়া কাপ
সুপার ফোরের প্রথম ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-শ্রীলঙ্কা

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫১ পিএম

সুপার ফোরে বাংলাদেশ প্রথম ম্যাচেই মুখোমুখি হবে শ্রীলঙ্কার। ছবি : সংগৃহীত
চলমান এশিয়া কাপের গ্রুপপর্ব শেষ হচ্ছে আজ (শুক্রবার)। কোনো বিরতি ছাড়াই শনিবার (২০ সেপ্টেম্বর) থেকে শুরু হবে শেষ চারের লড়াই। ইতোমধ্যেই নির্ধারিত হয়েছে সুপার ফোরের চার দল।
‘বি’ গ্রুপ থেকে কোন দুটি দল সুপার ফোরে যাবে, তা জানতে অপেক্ষা করতে হয়েছিল শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচ পর্যন্ত। সেখানেই হেরে বিদায় নিশ্চিত করে আফগানিস্তান। তাদের বিদায়ের সঙ্গে সঙ্গে শ্রীলঙ্কা ও বাংলাদেশ জায়গা করে নেয় পরের রাউন্ডে।
এর আগে ‘এ’ গ্রুপ থেকে ভারত ও পাকিস্তান নিশ্চিত করে সুপার ফোর। যদিও তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে কিছুটা ভুগতে হয়েছিল পাকিস্তানকে। অন্যদিকে, ভারত এক ম্যাচ বাকি থাকতেই দুই জয় তুলে নিয়ে এবং নেট রানরেটে অনেক এগিয়ে থেকে পরবর্তী রাউন্ডে যায়। আজ ওমানের বিপক্ষে শেষ ম্যাচ খেলবে তারা। অপ্রত্যাশিত কিছু না ঘটলে ভারতের জয় অনুমেয়ই। সূর্যকুমার যাদবদের দল আগের দুই ম্যাচ জিতে ৪ পয়েন্ট ও ৪.৭৯৩ নেট রানরেট নিশ্চিত করেছে। পাকিস্তানও সমান ৪ পয়েন্ট পেলেও তাদের নেট রানরেট ১.৭৯০।
আরো পড়ুন : ম্যাচ জয়ের পরই বাবার মৃত্যুসংবাদ পেলেন লঙ্কান স্পিনার
‘বি’ গ্রুপে শ্রীলঙ্কা অপরাজিত থেকে গ্রুপপর্ব শেষ করেছে। গত এশিয়া কাপের রানার্সআপ দলটি হংকং, বাংলাদেশ ও আফগানিস্তানকে হারিয়ে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। গতকালের ম্যাচে আফগানিস্তান প্রথমে ব্যাট করে ৮ উইকেটে তোলে ১৬৯ রান। তবে কুশল মেন্ডিসদের দাপুটে ব্যাটিংয়ে ৮ বল ও ৬ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে শ্রীলঙ্কা।
বাংলাদেশের চোখ ছিল এই ম্যাচে। শ্রীলঙ্কার জয় মানেই টাইগারদের সুপার ফোরে ওঠা। যদিও নেট রানরেটে পিছিয়ে ছিল বাংলাদেশ, তবে আগেই দুই ম্যাচ জিতে ৪ পয়েন্ট অর্জন করেছিল তারা। আফগানিস্তান এর আগে লিটন-মুস্তাফিজদের কাছেও হেরেছিল। ফলে ৩ ম্যাচে মাত্র ১ জয় ও ২ পয়েন্ট নিয়েই তাদের বিদায় ঘটে। গ্রুপের আরেক দল হংকং অবশ্য তিন ম্যাচের একটিতেও জয় পায়নি।
এবার সুপার ফোরে বাংলাদেশ প্রথম ম্যাচেই মুখোমুখি হবে শ্রীলঙ্কার। এ লড়াই দিয়েই শুরু হবে আসরের শেষ চারের লড়াই।