পুলিশের বিশেষ অভিযানে একদিনে গ্রেপ্তার ১ হাজার ৮৬৬

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫১ পিএম

ছবি: সংগৃহীত
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে একদিনে ১ হাজার ৮৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় একটি বিদেশি রিভলবার ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
শনিবার (৬ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ সদর দপ্তর জানায়, শুক্রবার (৫ সেপ্টেম্বর) সারা দিন অভিযান চালিয়ে গ্রেপ্তারকৃতদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ৩২০ জন। এছাড়া বিভিন্ন ঘটনায় আরও ৫৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আরো পড়ুন : মাজার ভাঙা-লাশ পোড়ানো আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ: রিজভী
এদিকে রাজধানীর তেজগাঁও এলাকায় রহিম মেটাল মসজিদের সামনে জুমার নামাজ শেষে ঝটিকা মিছিল বের করলে তাৎক্ষণিকভাবে অভিযান চালায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের মোট ৯ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, হঠাৎ মিছিল শুরু হলে ডিবি পুলিশ দ্রুত অভিযান চালায় এবং সংশ্লিষ্টদের আটক করে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।