জয়ার চোখে নিজের সেরা পাঁচ সিনেমা

কাগজ ডেস্ক
প্রকাশ: ০১ জুলাই ২০২৫, ০৫:৫৫ পিএম

ছবি : সংগৃহীত
শুরুতে নাটক, এরপর সিনেমা। প্রথম সিনেমা ‘ব্যাচেলর’ মুক্তির পর কটে গেছে ২৪ বছর। লম্বা রেসের ঘোড়ার মতোই ছুটে চেলেছেন তিনি। দেশের গণ্ডি পেরিয়ে এক দশক ধরে ভারতেও অভিনয় করছেন তিনি। দুই দেশ মিলে সিনেমার তালিকাও বেশ লম্বা। সেখানে তার স্বীকৃতিও মিলেছে বেশ। পেয়েছেন ভারতের ফিল্মফেয়ার পুরস্কারও। বলিউডেও শুরু করেছেন কাজ।
জয়া আহসান অভিনীত অন্যতম সিনেমা হল- ‘ব্যাচেলর’, ‘ডুবসাঁতার’, ‘গেরিলা’, ‘আবর্ত’, ‘একটি বাঙালি ভূতের গপ্পো’, ‘দেবী’, ‘রাজকাহিনি’, ‘কণ্ঠ’, ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি’, ‘ঈগলের চোখ’, ‘বিসর্জন’, ‘খাঁচা’, ‘এক যে ছিল রাজা’, ‘ক্রিসক্রস, ‘বিজয়া’, ‘জিরো ডিগ্রি’, ‘পুত্র’, ‘ক্রিসক্রস’।
দুইদিন এক সাক্ষাৎকারে জয়া আহসানের থেকে জানতে চাওয়া হয় তার সেরা সিনেমার কথা। সঞ্চালকের প্রশ্ন শুনে খানিকটা দ্বিধায় পড়ে যান তিনি। কিছুক্ষণ ভেবে জয়া বলেন, ‘এভাবে বলা কঠিন। কারণ, আমি যতগুলো সিনেমায় অভিনয় করেছি সবগুলোই আমার কাছে সমান। কিন্তু উপায় নেই বলতেই হবে। তাৎক্ষণিকভাবে যদি ‘গেরিলা’, ‘বিসর্জন’, ‘ডুবসাঁতার’ সিনেমার কথা বলে থেকে যান জয়া। এছাড়া অন্য এক সাক্ষাৎকারে ‘কণ্ঠ’ ও ‘অর্ধাঙ্গিনী’ সিনেমার কথাও বলেন জয়া।
‘গেরিলা’
গেরিলা সিনেমা মুক্তির সাল ২০১১। নাসির উদ্দীন ইউসুফ পরিচালিত এই চলচ্চিত্রটি মূলত বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত। এতে অভিনয় করেছেন সহস্রাধিক শিল্পী। প্রধান চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান, ফেরদৌস, এটিএম শামসুজ্জামান, রাইসুল ইসলাম আসাদ, পীযুষ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী ওয়াদুদ, শম্পা রেজা, গাজী রাকায়েত প্রমুখ।
‘ডুবসাঁতার’
নূরুল আলম আতিক পরিচালিত ‘ডুবসাঁতার’ সিনেমাটি মুক্তি পায় ২০১০ সালে। এ সিনেমায় ‘রেণু’ চরিত্রে দেখা গেছে তাকে। জয়া আহসান ছাড়াও এতে আরও অভিনয় করেছেন শেহজাদ চৌধুরী, অমোক ব্যাপরী, ওয়াহিদা মল্লিক জলি, শাহরিয়ার শুভ, বোংশু হোর, শ্রাবন্তী দত্ত তিন্নি, স্বাধীস খসরু, সুষমা সরকার, স্বাগতাসহ আরও অনেকে।
‘বিসর্জন’
পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা ‘বিসর্জন’ পশ্চিমবঙ্গে মুক্তি পায় ২০১৭ সালে। এতে জয়া আহসানের সঙ্গে অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায়। ৬৪ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে ২০১৭ সালে। এতে আরও অভিনয় করেছেন কৌশিক গঙ্গোপধ্যায়, অরুণ গুহঠাকুরতা, লামা হালদারসহ আরও অনেকে।
‘কণ্ঠ’
২০১৯ সালে পশ্চিমবঙ্গে মুক্তি পায়। এটি যৌথভাবে পরিচালনা করেছেন নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়। এই চলচ্চিত্রের অনুপ্রেরণা একজন ক্যান্সার রোগ থেকে আরোগ্য লাভকারী শ্রী বিভূতি চক্রবর্তী। এখানে রমিলা চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। তার সঙ্গে ছিলেন শিবপ্রসাদ মুখার্জি, পাওলি দাম, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, চিত্রা সেন, পরাণ বন্দ্যোপাধ্যায়সহ আরও অনেকে।
‘অর্ধাঙ্গিনী’
২০২৩ সালের পশ্চিমবঙ্গে মুক্তি পায় জয়া আহসান অভিনীত সিনেমা ‘অর্ধাঙ্গিনী’। এটি কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। প্রযোজনা করেছেন সুরিন্দর সিং ও নিসপাল সিং। এতে জয়া আহসানের সঙ্গে অভিনয় করেছেন, কৌশিক সেন, চূর্ণী গঙ্গোপাধ্যায়, অম্বরীশ ভট্রাচার্য, লিলি চক্রবর্তী, পূরব শীল আচার্য, অরুণ গুহঠাকুরতা দামিনী বেণী বসুসহ আরও অনেকে।
অভিনয়ের পাশাপাশি ‘দেবী’ নামে একটি সিনেমা প্রযোজনাও করেছেন তিনি। এ পর্যন্ত পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, দু’বার বাচসাস পুরস্কার, তিনবার ভারতের ফিল্মফেয়ার এবং একবার টেলিসিনে পুরস্কারসহ অসংখ্য সম্মাননা অর্জন করেছেন এই গুণী শিল্পী।