×

ঢালিউড

ছেলের সঙ্গে কেক কেটে জন্মদিন উদযাপন করলেন অপু বিশ্বাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ১২:৫৭ পিএম

ছেলের সঙ্গে কেক কেটে জন্মদিন উদযাপন করলেন অপু বিশ্বাস

ছেলে আব্রাহাম খান জয়ের সঙ্গে ঢালিউড কুইন অপু বিশ্বাস। ছবি : সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসের জন্মদিন শনিবার (১১ অক্টোবর)। ক্যারিয়ারে শতাধিকেরও বেশি সিনেমায় অভিনয় করা এই অভিনেত্রী ৩৭ বছরে পদার্পণ করেছেন।

দিনটি উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে ভক্ত-অনুরাগীদের উচ্ছ্বাসে ভরে ওঠে। অসংখ্য শুভেচ্ছাবার্তায় ভাসতে থাকেন অপু বিশ্বাস। তবে জন্মদিনের শুরুতেই নায়িকার জীবনে আসে এক বিশেষ মুহূর্ত। মধ্যরাতে তার একমাত্র ছেলে আব্রাম খান জয় মায়ের জন্মদিনে কেক কেটে শুভেচ্ছা জানায়।

শুক্রবার গভীর রাতে নিজের সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন অপু। ভিডিওতে দেখা যায়, বেগুনি রঙের একটি কেকের সামনে বসে আছেন মা-ছেলে। জয় মাকে উদ্দেশ্য করে বলে ওঠে, “মম? হ্যাপি বার্থডে!” এরপর অপু স্নেহভরে ছেলেকে আদর করে কেক কাটার প্রস্তুতি নেন।

আরো পড়ুন : নতুন চমক নিয়ে আসছে ‘বাহুবলী থ্রি’

এই সময় ঘটে যায় এক মজার ঘটনাও—ছোট্ট জয় বারবার ফু দিয়েও মোমবাতি নিভাতে পারছিল না। পরে অপু নিজে ফু দিয়ে মোমবাতি নিভিয়ে হেসে বলেন, “চলো এবার কেক কাটি।” এরপর মা-ছেলে একসঙ্গে কেক কাটেন ও একে অপরকে খাইয়ে দেন।

ভিডিওটি প্রকাশের পর মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। সহকর্মী তারকা থেকে শুরু করে হাজারো ভক্ত মন্তব্যে শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দেন নায়িকার পোস্ট।

উল্লেখ্য, অপু বিশ্বাসের প্রকৃত নাম অবন্তী বিশ্বাস। তিনি ১৯৮৯ সালের ১১ অক্টোবর বগুড়া সদর থানার কাটনারপাড়া এস কে লেনে জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি অভিনয়ের পাশাপাশি ফটোশুট ও বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে ব্যস্ত সময় পার করছেন।

অপু বিশ্বাস ২০০৮ সালের ১৮ এপ্রিল ঢালিউড সুপারস্টার শাকিব খানকে গোপনে বিয়ে করেন। পরবর্তীতে তাদের একমাত্র ছেলে আব্রাম খান জয় জন্মের পর ২০১৭ সালে সেই বিয়ের খবর প্রকাশ্যে আনেন তিনি। এরপর দুজনের সম্পর্কের টানাপোড়েনের মধ্য দিয়ে ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি তাদের বিচ্ছেদ ঘটে।

তবে কিছুদিন আগে যুক্তরাষ্ট্রে শাকিব-অপু ও জয়কে একসঙ্গে দেখা যাওয়ায় ফের আলোচনায় আসে তাদের সম্পর্ক। যদিও এবারের জন্মদিনের প্রহরে শাকিব খানের উপস্থিতি ছিল কি না, তা নিয়ে ভক্তদের মাঝে জল্পনা-কৌতূহল দেখা গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্বর্ণের ভরির দাম ছাড়ালো ২ লাখ ১৬ হাজার

স্বর্ণের ভরির দাম ছাড়ালো ২ লাখ ১৬ হাজার

রূপনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ১৬

রূপনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ১৬

বাংলাদেশের রাজনীতিতে সেফ এক্সিট কারা নিয়েছিলেন?

বাংলাদেশের রাজনীতিতে সেফ এক্সিট কারা নিয়েছিলেন?

এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার বিষয়ে যা জানালেন ইসি সচিব

এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার বিষয়ে যা জানালেন ইসি সচিব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App