নতুন চমক নিয়ে আসছে ‘বাহুবলী থ্রি’

কাগজ ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ১০:২৮ এএম

ছবি : সংগৃহীত
জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘বাহুবলী’ ভক্তদের জন্য আসছে এক বড় চমক। আবারও বড় পর্দায় ফিরছে এই মহাকাব্যিক ব্লকবাস্টার, তবে এটি সম্পূর্ণ নতুন কোনো পর্ব নয়।
পরিচালক এস. এস. রাজামৌলি এবার প্রথম কিস্তি ‘বাহুবলী: দ্য বিগিনিং’ ও দ্বিতীয় কিস্তি ‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’—এই দুই চলচ্চিত্রকে একত্রিত করে একটি বিশেষ সংস্করণে উপস্থাপন করতে যাচ্ছেন।
এই বিশেষ প্রদর্শনী আয়োজন করা হচ্ছে সিরিজটির ১০ বছর পূর্তি উপলক্ষে। প্রযোজক শোবু ইয়ারালাগাড্ডা জানিয়েছেন, নতুন সংস্করণটির দৈর্ঘ্য হবে প্রায় ৩ ঘণ্টা ৪৫ মিনিট। এতে প্রথম পর্বের গল্প দেখানো হবে বিরতির আগে, আর দ্বিতীয় পর্বের কাহিনি বিরতির পর শুরু হবে।
তিনি বলেন, দর্শক একটানা দুই পর্ব দেখতে পারবেন, তবে গল্পের গতি ও ধারাবাহিকতা থাকবে আগের মতোই।
সবচেয়ে বড় আকর্ষণ হলো, এই সংস্করণে এমন কিছু অদেখা দৃশ্য যুক্ত করা হচ্ছে, যা আগে সিনেমা হলে দেখানো হয়নি।
জানা গেছে, রাজামৌলি শুটিংয়ের সময় প্রায় ১১ ঘণ্টার ফুটেজ ধারণ করেছিলেন, যার অনেক অংশ সম্পাদনার সময় বাদ দেওয়া হয়েছিল। এবার দর্শক সেই হারানো মুহূর্তগুলোর কিছু দেখতে পাবেন বড় পর্দায়।
তবে নির্মাতারা জানিয়েছেন, এই সংস্করণে ‘বাহুবলী থ্রি’-এর গল্প শুরু হচ্ছে না। শোবু ইয়ারালাগাড্ডা বলেন, এই ছবিতে তৃতীয় পর্বের কোনো ইঙ্গিত নেই। কিন্তু ভবিষ্যতে ‘বাহুবলী’র জগৎ নিয়ে আরো গল্প বলা হতে পারে। এই পুনঃমুক্তি কেবল শুরু মাত্র।
২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘বাহুবলী: দ্য বিগিনিং’ ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয় করে, আর ২০১৭ সালে মুক্তি পাওয়া ‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’ বিশ্বব্যাপী ১,৮০০ কোটি রুপি আয় করে ইতিহাস গড়ে।
আরো পড়ুন : যে কারণে সঞ্জয় দত্তের সঙ্গে প্রেম ভাঙেন মাধুরী
ছবিতে অভিনয় করেছেন প্রভাস, রানা দাগগুবাতি, আনুশকা শেঠি ও তামান্না ভাটিয়া; গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন রম্যা কৃষ্ণন, সত্যরাজ ও নাসির।
এদিকে, এই বিশেষ সংস্করণের মুক্তির আগে নেটফ্লিক্স থেকে আগের দুই পর্ব সরিয়ে নেওয়া হয়েছে, যাতে দর্শক আবার প্রেক্ষাগৃহে গিয়ে এই মহাকাব্যিক গল্প উপভোগ করতে পারেন।
নতুন সংস্করণটি মুক্তি পাবে আগামী ৩১ অক্টোবর, ভারতের সব প্রেক্ষাগৃহে।