×

অর্থনীতি

ডিএসইর পরিচালক হচ্ছেন মিনহাজ মান্নান ইমন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ০৮:২০ পিএম

ডিএসইর পরিচালক হচ্ছেন মিনহাজ মান্নান ইমন

মিনহাজ মান্নান ইমন

   

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শেয়ারহোল্ডার পরিচালক হচ্ছেন বিএলআই সিকিউরিটিজ লিমিটেডের মিনহাজ মান্নান ইমন। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় ডিএসইর পরিচালক নির্বাচিত হচ্ছেন। 

মঙ্গলবার (১৯ নভেম্বর) ডিএসই’র প্রকাশনা ও জনসংযোগ বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

ডিএসই সূত্রে জানা গেছে, ডিএসই’র পরিচালনা পর্ষদের একটি শূন্যপদে নির্বাচন পরিচালনার জন্য ডিএসই’র পরিচালনা পর্ষদ চলতি বছরের ১৬ অক্টোবর বোর্ড সভায় অবসরপ্রাপ্ত বিচারপতি (বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন) মো. আব্দুস সামাদকে চেয়ারম্যান করে ৩ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করে। 

নির্বাচন কমিশনের অপর দুই সদস্য হলেন ডিএসই’র শেয়ারহোল্ডার প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং দেওয়ান আজিজুর রহমান। নির্বাচন কমিশন একজন শেয়ারহোল্ডার পরিচালক নির্বাচনের জন্য ২৮ অক্টোবর নির্বাচনী তফসিল ঘোষণা করেন। নির্বাচনী তফসিল অনুসারে ১২ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ছিল মনোনয়নপত্র জমা দেয়ার তারিখ। এসময়ের মধ্যে শুধু বিএলআই সিকিউরিটিজ লিমিটেডের মিনহাজ মান্নান ইমন মনোনয়নপত্র দাখিল করেন। মঙ্গলবার নির্বাচন কমিশন জমা দেয়া মনোনয়নপত্র যাচাই-বাছাই করে তাকে যোগ্য বলে বিবেচিত করেন।

মিনহাজ মান্নান ইমন ৩৫ বছর ধরে শেয়ারবাজারের সঙ্গে সম্পৃক্ত এবং অভিজ্ঞতা সম্পন্ন। তিনি এ দীর্ঘসময়ে বেশকিছু কোম্পানির ইস্যু ম্যানেজার এবং আন্ডাররাইটার’র দায়িত্ব পালন করেছেন। তিনি ফৌজদারহাট ক্যাডেট কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাস করেন। পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং রহমান রহমান হক অ্যান্ড কোম্পানি থেকে ৪ বছর মেয়াদি চার্টার্ড একাউন্টেন্সি কোর্স সফলতার সঙ্গে শেষ করেন।

বিএলআই সিকিউরিটিজ ২০০১ সালে আর্থিক প্রতিষ্ঠান হিসেবে ডিএসই'র সদস্যপদ লাভ করে। মিনহাজ মান্নান ইমন ২০০৩ সালে ঢাকা স্টক এক্সচেঞ্জের আর্থিক প্রতিষ্ঠান বিএলআই সিকিউরিটিজের প্রতিনিধি হিসাবে দায়িত্ব নেন। বর্তমানে তিনি এই ব্রোকারেজ হাউজের ব্যবস্থাপনা পরিচালক। তিনি টুমোরোল্যান্ড লিমিটেড এবং গ্রিনওয়ার্ক লিমিটেডের উদ্যোক্তা পরিচালক। 

এছাড়া তিনি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের করপোরেট সদস্য প্লাটিনাম সিকিউরিটিজ লিমিটেডের স্বত্বাধিকারী এবং ব্যবস্থাপনা পরিচালক। ইমন ২০১২ সালের মার্চে প্রথমবারের মতো ডিএসইর পরিচালক নির্বাচিত হয়ে ২০১৪ সালের জুন পর্যন্ত দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে তিনি ২০১৮ সালের মার্চে পুনরায় পরিচালক নির্বাচিত হন এবং ২০২০ সালের সেপ্টেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App