×

অর্থনীতি

২০২৪ সালে ৩৮.৪৮ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি, অপ্রচলিত বাজারেও বেড়েছে প্রবৃদ্ধি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ১০:২৭ পিএম

২০২৪ সালে ৩৮.৪৮ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি, অপ্রচলিত বাজারেও বেড়েছে প্রবৃদ্ধি

ছবি: সংগৃহীত

২০২৪ সালে বাংলাদেশ ৩৮.৪৮ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি করেছে। এরমধ্যে সবচেয়ে বেশি রপ্তানি হয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে। যেখানে রপ্তানির পরিমাণ ৫০.৩৪ শতাংশ। সে হিসেবে ইইউতে রপ্তানি হয়েছে ১৯.৩৭ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের তৈরি পোশাক।

তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ'র সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল জানান, রপ্তানির দিক থেকে ইইউয়ের পরেই রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে রপ্তানির পরিমাণ ৭.২ বিলিয়ন ডলার (মোট রপ্তানির ১৮.৭২ শতাংশ)। আর যুক্তরাজ্যে রপ্তানির পরিমাণ ৪.৩ বিলিয়ন ডলার (মোট রপ্তানির ১১.২৫ শতাংশ)। 

জার্মানি, স্পেন ও ফ্রান্সে যথাক্রমে ৪.৮৩ বিলিয়ন ডলার, ৩.৪২ বিলিয়ন ডলার ও ২.১৪ বিলিয়ন ডলার মূল্যের আরএমজি পণ্য রপ্তানি হয়েছে। এছাড়া কানাডায় রপ্তানির পরিমাণ ১.২৪ বিলিয়ন ডলার।

এদিকে প্রচলিত বাজারগুলোর বাইরে অন্যান্য বাজারেও পোশাক রপ্তানিতে অগ্রগতি করেছে বাংলাদেশ। যেমন- জাপান, অস্ট্রেলিয়া, ভারত, তুরস্ক ও রাশিয়ায় রপ্তানির পরিমাণ ৬.৩৩ বিলিয়ন ডলার, যা মোট তৈরি পোশাক রপ্তানির ১৬.৪৬ শতাংশ। 

এসব দেশের মধ্যে সবচেয়ে বেশি জাপানে ১.১২ বিলিয়ন ডলার মূল্যের আরএমজি পণ্য রপ্তানি হয়েছে।  এছাড়াও অস্ট্রেলিয়ায় ৮৩১ মিলিয়ন ডলার, ভারতে ৬০৬ মিলিয়ন ডলার, তুরস্কে ৪২৬ মিলিয়ন ডলার ও রাশিয়ায় ৩৪৩ মিলিয়ন ডলার মূল্যের পরিমাণ রপ্তানি হয়েছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মার্কিন শুল্ক কমলো, বাংলাদেশের লাভ কতটা

মার্কিন শুল্ক কমলো, বাংলাদেশের লাভ কতটা

বেনজীরের ‘ডক্টরেট’ ডিগ্রি স্থগিত করলো ঢাকা বিশ্ববিদ্যালয়

বেনজীরের ‘ডক্টরেট’ ডিগ্রি স্থগিত করলো ঢাকা বিশ্ববিদ্যালয়

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের শুল্ক কমানো দেশের জন্য ভালো খবর: মির্জা ফখরুল

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের শুল্ক কমানো দেশের জন্য ভালো খবর: মির্জা ফখরুল

৩৩ বছর অতিক্রান্ত, অবশেষে জাতীয় পুরস্কার পাচ্ছেন শাহরুখ

৩৩ বছর অতিক্রান্ত, অবশেষে জাতীয় পুরস্কার পাচ্ছেন শাহরুখ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App