×

অর্থনীতি

জুলাইয়ে বিদেশি ঋণ পরিশোধ ৪৪৬.৬৮ মিলিয়ন ডলার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ০৯:৪৮ পিএম

জুলাইয়ে বিদেশি ঋণ পরিশোধ ৪৪৬.৬৮ মিলিয়ন ডলার

ছবি: সংগৃহীত

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাসে ৪৪৬.৬৮ মিলিয়ন মার্কিন ডলার বিদেশি ঋণ পরিশোধ করেছে বাংলাদেশ। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) প্রকাশিত প্রতিবেদন অনুসারে, আলোচ্য জুলাইয়ে উন্নয়ন সহযোগীদের কাছে আসল ও সুদের প্রায় ৪৪৬.৬৮ মিলিয়ন ডলার শোধ করা হয়েছে। গত অর্থবছরের (২০২৪-২৫) একই মাসে যা ছিল ৩৮৫.৬৭ মিলিয়ন ডলার।

ইআরডি তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ২০২৫-২৬ অর্থবছরের জুলাইয়ে আসল বাবদ বিভিন্ন উন্নয়ন সহযোগীদের ৩২৭.৭২ মিলিয়ন ডলার পরিশোধ করেছে সরকার। ২০২৪-২৫ অর্থবছরের একই মাসে তা ছিল ২৬৪.৮৮ মিলিয়ন ডলার। চলমান অর্থবছরের জুলাইয়ে সরকার সুদ বাবদ পরিশোধ করেছে ১১৮.৯৬ মিলিয়ন ডলার। আগের অর্থবছরের একই মাসে যা ছিল ১২০.৭৯ মিলিয়ন ডলার।

তবে ২০২৫-২৬ অর্থবছরের জুলাইয়ে একই সময়ে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে বাংলাদেশ পেয়েছে ২০২.৭৫ মিলিয়ন ডলার। আলোচিত অর্থবছরের জুলাইয়ে নতুন প্রতিশ্রুতি এসেছে ৮৩.৪৬ মিলিয়ন ডলার। ২০২৪-২৫ অর্থবছরের একই মাসে তা ছিল ১৬.৪০ মিলিয়ন ডলার। গত অর্থবছরে বৈদেশিক ঋণের আসল ও সুদ মিলিয়ে ৪.০৮৬ বিলিয়ন মার্কিন ডলার পরিশোধ করেছিল বাংলাদেশ। 

২০২৪-২৫ অর্থবছরের শেষে বাংলাদেশের বৈদেশিক ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৭৪.৩৪ বিলিয়ন ডলার। আগের বছরের তুলনায় যা ৮ শতাংশ বেশি। ইআরডির তথ্য অনুযায়ী, বাংলাদেশ ২০২৪-২৫ অর্থবছরে উন্নয়ন সহযোগীদের সঙ্গে নতুন ঋণ চুক্তি স্বাক্ষর করেছে ৮.৩২৩ বিলিয়ন ইউএস ডলার। আগের বছরের ১০.৭৩৯ বিলিয়ন ডলারের তুলনায় যা কম। একইভাবে ঋণ বিতরণও কমে দাঁড়িয়েছে ৮.৫৬৮ বিলিয়ন ডলার। গত অর্থবছরে তা ছিল ১০.২৮৩ বিলিয়ন ডলার।

২০২৫-২৬ অর্থবছরের জুলাইয়ে উন্নয়ন সহযোগীদের মধ্যে সর্বাধিক ঋণ বিতরণ করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ৭৭.৫০ মিলিয়ন ডলার। এরপর রয়েছে বিশ্বব্যাংক, ৫৯.০৭ মিলিয়ন ডলার। এছাড়া জাপান ১৭.২৪ মিলিয়ন ডলার, ভারত ১৩.৬২ মিলিয়ন ডলার এবং অন্যান্য উন্নয়ন সহযোগীরা ৩৫.৩৩ মিলিয়ন ডলার ঋণ বিতরণ করেছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চট্টগ্রাম ইপিজেডে কারখানায় ভয়াবহ আগুন, নিযন্ত্রণে ১৬টি ইউনিট

চট্টগ্রাম ইপিজেডে কারখানায় ভয়াবহ আগুন, নিযন্ত্রণে ১৬টি ইউনিট

পল্লবী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হলেন নজরুল ইসলাম নাজু

পল্লবী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হলেন নজরুল ইসলাম নাজু

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিশ্ব মেরুদণ্ড দিবস উদযাপন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিশ্ব মেরুদণ্ড দিবস উদযাপন

ভুলত্রুটি ছাড়াই ফল প্রস্তুত হয়েছে: পরীক্ষা নিয়ন্ত্রক

ভুলত্রুটি ছাড়াই ফল প্রস্তুত হয়েছে: পরীক্ষা নিয়ন্ত্রক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App