ফারইস্টের প্রধান কার্যালয়ে হামলা-ভাঙচুর, আহত ৩

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০২ পিএম
-68c041a38232e.jpg)
ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্সে বহিরাগতদের হামলার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত।
রাজধানীর তোপখানা রোডে অবস্থিত দেশের শীর্ষ ইসলামী বিমা প্রতিষ্ঠান ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির প্রধান কার্যালয়ে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোম্পানির সিকিউরিটি ইনচার্জসহ ৩ জন আহত হয়েছেন। এছাড়া হামলাকারীরা অফিস কক্ষ ভাঙচুরের পাশাপাশি বেশ কিছু মূল্যবান ইলেকট্রনিক্স সামগ্রী লুট করে নিয়ে গেছে। গত সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
কোম্পানি কর্তৃপক্ষ জানায়, প্রায় ৬০-৭০ জন বহিরাগত সন্ত্রাসী অফিসে ঢুকে কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে অশ্রাব্য ভাষায় গালাগাল ও আতঙ্ক সৃষ্টি করে। তাদের নিবৃত করতে গেলে কোম্পানির ভাইস প্রেসিডেন্ট (লিগ্যাল অ্যান্ড এস্টেট) মো. আজগর আলী এবং সিকিউরিটি ইনচার্জ মো. আব্দুর রাজ্জাকসহ ৩ জন আহত হন। সন্ত্রাসীরা টানা প্রায় ৩ ঘণ্টা মুখ্য নির্বাহী কর্মকর্তার কার্যালয় অবরুদ্ধ করে রাখে এবং ভাঙচুর চালায়।
ফারইস্ট কর্তৃপক্ষের অভিযোগ, নজরুল-খালেক বোর্ডের সময়কালীন অর্থ আত্মসাতের ঘটনায় জড়িত ব্যক্তিদের ইন্ধনেই এ হামলা চালানো হয়েছে।
কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সাংবাদিকদের বলেন, এ ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলা যায় না। অর্থ আত্মসাৎকারীদের ইন্ধনে বহিরাগতরা বহুদিন ধরে প্রধান কার্যালয়ে বিভিন্নভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছে। আজকের হামলাও সেটারই ধারাবাহিকতা। এ ঘটনায় কোম্পানির পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।