×

শিক্ষা

একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ১১:০০ পিএম

একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ

ছবি: সংগৃহীত

দেশের সরকারি ও বেসরকারি কলেজে একাদশ শ্রেণিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়েছে। বুধবার (২০ আগস্ট) সন্ধ্যায় ভর্তির ব্যাপারে কেন্দ্রীয় ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

ভর্তির ওয়েবসাইটে (https://www.xiclassadmission.gov.bd/) গিয়ে শিক্ষার্থীরা নিজেদের ফল দেখতে পারবেন। এজন্য আবেদনকারী শিক্ষার্থীকে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। একই সঙ্গে আবেদনের সময় দেওয়া মোবাইল নম্বরে ফলাফল এসএমএসের মাধ্যমে পাঠানো হচ্ছে।

ভর্তির ওয়েবসাইটে জানানো হয়, প্রকাশিত ফলাফলের ভিত্তিতে যেসব শিক্ষার্থী কলেজে স্থান পেয়েছেন, তাদের অবশ্যই নির্ধারিত ফি পরিশোধ করে নির্বাচন নিশ্চিত করতে হবে। এজন্য বিকাশ, সোনালী ই-সেবা, সোনালী ওয়েব, ইউসিবি উপায়, ডিবিবিএল রকেট, ওয়ান ব্যাংক ওকে ওয়ালেট, ট্রাস্ট ব্যাংক ট্যাপ ও নগদসহ বিভিন্ন মাধ্যমে ৩৩৫ টাকা ফি পরিশোধ করতে হবে। ফি প্রদানের বিস্তারিত নির্দেশনা ওয়েবসাইটে দেওয়া আছে।

জানা গেছে, নির্বাচিতদের ফল প্রকাশের পরই দ্বিতীয় ও তৃতীয় পর্যায়েও আবেদন করা যাবে। যাচাই-বাছাই শেষে ভর্তির কার্যক্রম হবে আগামী ৭ থেকে ১৪ সেপ্টেম্বরের মধ্যে। চলতি বছর একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে ১৫ সেপ্টেম্বর।

চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপে আবেদন গ্রহণ করা হয় ৩০ জুলাই থেকে ১৫ আগস্ট রাত ৮টা পর্যন্ত। এ সময় আবেদন করেন ১০ লাখ ৭৩ হাজার ৩৩৬ জন শিক্ষার্থী।

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ১০ জুলাই প্রকাশিত হয়। ওই ফলাফলে মোট ১১টি শিক্ষা বোর্ডে ১৩ লাখ তিন হাজার ৪২৬ জন পরীক্ষার্থী পাস করেন। পরে ফল পুনর্নিরীক্ষণে আরো ৪ হাজার ৭৯২ জন উত্তীর্ণ হন। সবমিলিয়ে এবার মোট ১৩ লাখ ৮ হাজার ২১৮ জন শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তির যোগ্যতা অর্জন করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিশুদের হাঁপানি সম্পর্কে যা যা জানা জরুরি

শিশুদের হাঁপানি সম্পর্কে যা যা জানা জরুরি

গুঁড়িয়ে দেয়া হলো নসরুল হামিদের অবৈধ বাংলো

গুঁড়িয়ে দেয়া হলো নসরুল হামিদের অবৈধ বাংলো

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন মির্জা ফখরুল

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন মির্জা ফখরুল

শিবির প্যানেল থেকে যেভাবে জয়ী হতে চায় রায়হান-সালমা দম্পতি

শিবির প্যানেল থেকে যেভাবে জয়ী হতে চায় রায়হান-সালমা দম্পতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App