×

শিক্ষা

৪ দফা দাবিতে আন্দোলনে কারিগরি শিক্ষার্থীরা, সাতরাস্তা অবরোধ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম

৪ দফা দাবিতে আন্দোলনে কারিগরি শিক্ষার্থীরা, সাতরাস্তা অবরোধ

আন্দোলনকারী শিক্ষার্থীরা সাতরাস্তা মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ শুরু করেন। ছবি : সংগৃহীত

রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা সড়ক অবরোধ করেছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন সরকারি-বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে চার দফা দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা সাতরাস্তা মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ শুরু করেন। এতে সাতরাস্তা হয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

আন্দোলনকারীদের চার দফা দাবি হলো—

১. প্রকৌশল অধিকার আন্দোলনের পক্ষ থেকে ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে হত্যার হুমকি প্রদানকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা।

২. বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অযৌক্তিক তিন দফা দাবির পক্ষে পরিচালিত সব কার্যক্রম রাষ্ট্রীয়ভাবে অবিলম্বে বন্ধ করা।

৩. কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশের উত্থাপিত যৌক্তিক ছয় দফা দাবির রূপরেখা ও সুপারিশ অনুযায়ী পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা।

৪. ইঞ্জিনিয়ারিং ওয়ান-চ্যানেল এডুকেশন চালু করা।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, এর আগে আমরা ছয় দফা দাবিতে আন্দোলনে নেমেছিলাম। সরকার তা মেনে নিলেও এখনো বাস্তবায়ন করেনি। সেগুলো বাস্তবায়ন করতে হবে। অন্যদিকে বিএসসি ইঞ্জিনিয়াররা অযৌক্তিক তিন দফা দাবি তুলেছেন, সেগুলোর নিরসন জরুরি। দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক ছাড়ব না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

একনেকে ৮ হাজার ৩৩৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

একনেকে ৮ হাজার ৩৩৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

সাংবিধানিক আদেশে জুলাই সনদ বাস্তবায়ন, নির্বাচনের দিন গণভোট

বিশেষজ্ঞদের সুপারিশ সাংবিধানিক আদেশে জুলাই সনদ বাস্তবায়ন, নির্বাচনের দিন গণভোট

শত বাঁধার মুখেও স্বপ্নের পথে থেমে থাকেননি প্রিয়াঙ্কা

শত বাঁধার মুখেও স্বপ্নের পথে থেমে থাকেননি প্রিয়াঙ্কা

আদালতে বাংলাদেশ নিয়ে যে মন্তব্য করলেন ব্যারিস্টার সুমন

আদালতে বাংলাদেশ নিয়ে যে মন্তব্য করলেন ব্যারিস্টার সুমন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App