×

বিনোদন

আমি তো শাশুড়ি হয়ে গেছি: শ্রাবন্তী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ জুন ২০২৫, ১০:৫৬ পিএম

আমি তো শাশুড়ি হয়ে গেছি: শ্রাবন্তী

ছবি: সংগৃহীত

বিভিন্ন উত্থান-পতনের মধ্য দিয়েই পথ চলছে জনপ্রিয় টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের। জীবনের কঠিন সময়ে তার সবচেয়ে বড় ভরসা হয়ে দাঁড়িয়েছে ছেলে ঝিনুক। দুজনের মধ্যে সম্পর্কও খুব মধুর।

অল্প বয়সেই মা হয়েছেন শ্রাবন্তী। এরপর স্বামীর সঙ্গে বিচ্ছেদের পরও থেমে থাকেননি অভিনেত্রী। সিঙ্গেল মাদার হিসেবেই ছেলেকে বড় করেছেন। সব সময় পাশে থেকেছেন তিনি। সন্তানের সব ইচ্ছেও পূরণের চেষ্টা করেছেন।

সম্প্রতি ভারতীয় এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে শ্রাবন্তীকে প্রশ্ন করা হয় ছেলের বিয়ে হলে আপনি কেমন শাশুড়ি হবেন? তখন অভিনেত্রী বলেন, আমি ওরকম টিপিকাল শাশুড়ি হবো না। অনেক খোলা মনের মানুষ আমি। আমার ছেলে ঝিনুক একদম মামাস বয় নয়, আমারই ছেলে তো। তবে আমি তো শাশুড়ি হয়ে গেছি। আসলে আমাদের একান্নবর্তী পরিবার, আমার পরিবারে যে সবচেয়ে বড় সেই দিদির ছেলের বিয়ে হয়েছে। তাই আমি এখনই শাশুড়ি হয়ে গেছি।

চলতি বছরটা অভিনেত্রী শ্রাবন্তীর জন্য খুব গুরুত্বপূর্ণ। একের পর এক ছবি মুক্তি পাচ্ছে, ‘আড়ি’, ‘ আমার বস’, ‘রবীন্দ্র কাব্য রহস্য ‘ আবার দুর্গাপূজায় আসবে ‘দেবী চৌধুরানী’। বাংলা সিনেমায় তার সৌন্দর্য ও অভিনয় বরাবরই তাকে প্রথম সারির নায়িকাদের তালিকায় নিয়েছে। বহু বছর ধরেই নিজের অবস্থান ধরে রেখেছেন তিনি।

অভিনয় নিয়ে কোনো ধরনের কম্প্রোমাইজ করেন না শ্রাবন্তী। নায়িকার চরিত্র হোক বা আইটেম গান কিংবা সব জায়গাতেই চেষ্টা করেন সেরাটা দেয়ার। যদিও নিজের ছবি নিয়ে খুবই আত্মবিশ্বাসী অভিনেত্রী। তিনি আশা করছেন, দর্শকরা সিনেমা হলে গিয়ে তার সিনেমা দেখবেন ও পছন্দও করবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শেখ হাসিনার মামলার রায়ের তারিখ ধার্য হবে যেদিন

জুলাই গণহত্যা শেখ হাসিনার মামলার রায়ের তারিখ ধার্য হবে যেদিন

একলাফে স্বর্ণের দাম কমলো ৮৩৮৬ টাকা

একলাফে স্বর্ণের দাম কমলো ৮৩৮৬ টাকা

ডলারের দাম আরও বাড়ল

ডলারের দাম আরও বাড়ল

পদ্মহেম ধামের সাধুসঙ্গ ২৩ অক্টোবর

পদ্মহেম ধামের সাধুসঙ্গ ২৩ অক্টোবর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App