পদ্মহেম ধামের সাধুসঙ্গ ২৩ অক্টোবর

কাগজ ডেস্ক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ০৭:৩৩ পিএম

পদ্মহেম ধামের সাধুসঙ্গ ২৩ অক্টোবর
লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান উপলক্ষে মুন্সিগঞ্জের সিরাজদিখানের পদ্মহেম ধামে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাধুসঙ্গ।
এই সাধু সঙ্গের উদ্বোধন করবেন জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন, প্রধান বক্তা হিসেবে থাকবেন, টুরিস্ট পুলিশ বিভাগের পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান।
পদ্মহেম ধামের প্রতিষ্ঠাতা কবির হোসেন জানান, ২৩ অক্টোবর বিকেল ৩টায় আগমনী গানের মাধ্যমে শুরু হবে সাধুসঙ্গ। রাত ৮টায় শুরু হবে ধন্য প্রহরের গান।
এই সঙ্গে লালনের বাণী পরিবেশন করবেন, পাগলা বাবলু, রাজ্জাক বাউল,সমির বাউল, আরিফ বাউল, সুচনা সেলি, ডলি মন্ডল, এলিজা পুতুল, হারমোনিয়ামে সাইদুল, দোতারায় ভুট্টু বাউল, তবলায় সুমন বাউল,বাঁশিতে থাকবেন আরিফ।
এই সাধুসঙ্গের সহযোগিতা করছে সিটি ব্যাংক পিএলসি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং ট্রাস্ট ব্যাংক পিএলসি।