শেফালিকে নিয়ে স্মৃতিকাতর স্বামী পরাগ

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ জুলাই ২০২৫, ০১:৪৪ পিএম

ছবি: সংগৃহীত
বলিউড অভিনেত্রী ও মডেল শেফালি জরিওয়ালার অকালপ্রয়াণ এখনও মেনে নিতে পারছে না চলচ্চিত্র অঙ্গন, পরিবার ও তার অসংখ্য ভক্ত। মাত্র ৪২ বছর বয়সে, গত ২৭ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এক সপ্তাহ কেটে গেলেও শোকের ছায়া কাটেনি।
প্রিয়তমা স্ত্রীকে হারিয়ে শোকাচ্ছন্ন স্বামী পরাগ ত্যাগী। স্ত্রীর স্মরণে ইনস্টাগ্রামে দ্বিতীয়বারের মত একটি আবেগঘন পোস্ট করেছেন তিনি। শেফালির সঙ্গে কাটানো কিছু মুহূর্তের ছবি শেয়ার করে পরাগ লিখেছেন, 'আমার পরী, তোমাকে প্রতিদিন মনে পড়ে। এখনো মনে হয় তুমি আমার কাছেই আছো। সারাজীবন ভালোবাসবো তোমাকে। আমার গুন্ডি, আমার চিরকালীন ভালোবাসা—তোমার অভাব অনুভব করি প্রতি নিঃশ্বাসে। যেখানে আছো, শান্তিতে থেকো।'
‘কাঁটা লাগা গার্ল’ নামে জনপ্রিয় শেফালির এই অকাল বিদায়ে চলচ্চিত্র অঙ্গন ও তার অগণিত অনুরাগীরা শোকাহত। পরাগ এখনও স্ত্রীর মৃত্যু মেনে নিতে পারছেন না। মৃত্যুর পরদিন সকালে পোষা কুকুর নিয়ে বাইরে বের হলে, তাকে কিছু সমালোচনার মুখে পড়তে হয়—যা আরও ভারী করেছে তার শোক।
এর আগে স্ত্রীর মৃত্যুর পর প্রথম পোস্টে পরাগ লেখেন, 'আমার পরী। চিরসবুজ কাঁটা লাগা গার্ল। শুধু সৌন্দর্যেই নয়, তোমার ভেতরে ছিল এক অনন্য জগৎ—অত্যন্ত পরিশ্রমী, নিষ্ঠাবান এবং প্রাণোচ্ছল। তুমি সবাইকে ভালোবাসতে নিঃস্বার্থভাবে, ঠিক মায়ের মতো করে। শেফালি থাকবে আমার হৃদয়ে—চিরকাল। তোমার আত্মার শান্তি কামনা করি।'
শেফালির হঠাৎ চলে যাওয়া একটি শূন্যতা তৈরি করেছে বলিউডে। কিন্তু তার স্মৃতি ও ব্যক্তিত্ব বেঁচে থাকবে তার কাজ, ভালোবাসা ও কাছের মানুষের মনে।