![]() |
নিউইয়র্কে তারকাদের জমজমাট মিলনমেলা

কাগজ ডেস্ক
প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ০৫:০৬ এএম

জনপ্রিয় অভিনেত্রী অপি করিমকে ঘিরে নিউইয়র্কে তারকা ও সাংবাদিকদের মিলনমেলা
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক চিরচেনা গ্রীষ্মের বিকেল যেন হয়ে উঠল এক আবেগঘন মিলনমেলায়। বাংলাদেশি বিনোদন জগতের জনপ্রিয় অভিনয়শিল্পী অপি করিম-এর নিউইয়র্ক সফরকে কেন্দ্র করে এই আয়োজনের কেন্দ্রবিন্দুতে ছিলেন সাংবাদিক ও উপস্থাপক শামীম শাহেদ। তার আতিথেয়তায় গড়ে ওঠে একটি প্রাণবন্ত, ঘরোয়া ও অন্তরঙ্গ অনুষ্ঠান—যা রূপ নেয় এক স্মরণীয় সন্ধ্যায়।
শামীম শাহেদের নিউইয়র্কের বাসায় আয়োজিত এই আড্ডায় অংশ নেন যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশের একঝাঁক তারকা। উপস্থিত ছিলেন এক সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মোনালিসা, জনপ্রিয় অভিনেতা টনি ডায়েস ও তার স্ত্রী প্রিয়া ডায়েস, মঞ্চ ও টেলিভিশনের সুপরিচিত মুখ বন্যা মির্জা, সাংবাদিক জুলফিকার রাসেল, সঙ্গীত ও গণমাধ্যম ব্যক্তিত্ব তানভীর তারেক এবং রেজাউল হক রেজা।
অনুষ্ঠানটির আবহ ছিল পুরোপুরি ঘরোয়া, আনুষ্ঠানিকতার ভারমুক্ত এবং হৃদ্যতার গভীরতায় পূর্ণ। একসঙ্গে দুপুর থেকে রাত পর্যন্ত চলেছে গল্প, হাসি, স্মৃতিচারণ ও সুস্বাদু খাবার—যা অংশগ্রহণকারীদের স্মৃতিতে গেঁথে থাকবে দীর্ঘদিন।
অপি করিম, যিনি রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী নাটক ‘রক্তকরবী’-তে নন্দিনী চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শক হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন, সেই ‘নন্দিনী’র নিউইয়র্কে আগমন যেন এক সাংস্কৃতিক সেতুবন্ধন তৈরি করল প্রবাসী শিল্পী ও সংস্কৃতিপ্রেমীদের মাঝে।
শামীম শাহেদ তার ফেসবুক পোস্টে লেখেন, “নন্দিনীর নিউইয়র্ক ভ্রমণ উপলক্ষে আমাদের বাসায়—আমরা, আমরাই।” —এই সংক্ষিপ্ত বাক্যেই ধরা পড়ে আয়োজনটির অন্তরঙ্গতা ও আন্তরিকতা।
মোনালিসা তার অনুভূতিতে লেখেন, “নিউইয়র্কে তারকা অভিনেত্রী অপি করিমের আগমন উপলক্ষে আয়োজিত সন্ধ্যাটা ছিল সত্যিই মনোমুগ্ধকর। প্রিয় শামীম ভাই, ভাবি ও তাঁদের পরিবারকে আন্তরিক ধন্যবাদ—এমন সুন্দর মুহূর্ত উপহার দেওয়ার জন্য এবং অতুলনীয় আতিথেয়তার জন্য। এই স্মৃতি চিরস্মরণীয় হয়ে থাকবে।”
এই আয়োজন প্রমাণ করেছে, দূরত্ব যতই হোক না কেন, একে অপরের প্রতি ভালোবাসা, সম্মান আর যোগাযোগ কখনো থেমে থাকে না। অপি করিমের এই সফর ছিল কেবল একটি উপলক্ষ—আর তারই মাধ্যমে গড়ে উঠল প্রবাসে বাংলাদেশি সংস্কৃতির এক উজ্জ্বল আলোকমঞ্চ, যা অংশগ্রহণকারীদের হৃদয়ে রয়ে যাবে বহুদিন ধরে।