×

বিনোদন

দেশে প্রথমবার মঞ্চে আসছে এস্কাইলাসের গ্রীক নাটক ‘তর্পণ বাহকেরা’

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ০৮:৩৭ এএম

দেশে প্রথমবার মঞ্চে আসছে এস্কাইলাসের গ্রীক নাটক ‘তর্পণ বাহকেরা’

‘তর্পণ বাহকেরা’ নাটকের একটি দৃশ্য। ছবি : ভোরের কাগজ

বাংলাদেশে প্রথমবারের মতো মঞ্চায়িত হতে যাচ্ছে এস্কাইলাসের বিখ্যাত গ্রীক নাটক ‘তর্পণ বাহকেরা’। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ আগামী ১৯, ২০ ও ২১ আগস্ট বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে তিন দিনব্যাপী এ নাটক মঞ্চস্থ করবে।

প্রতিদিন সন্ধ্যা ৭টায় শিল্পকলার স্টুডিও থিয়েটার হলে টিকিট কেটে দর্শনার্থীরা নাটকটি উপভোগ করতে পারবেন।

নাটকটির অনুবাদ করেছেন মোবাশ্বের আলী। পরিকল্পনা ও নির্দেশনায় থাকবেন জবি নাট্যকলা বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক ক্যাথরিন পিউরীফিকেশন। প্রযোজনা করছে ২০২১-২২ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) শিক্ষার্থীরা।

এ বিষয়ে শিক্ষার্থী দিয়া চৌধুরী বলেন, আমি এই নাটকে কোরাসের একজন সদস্য। শিল্পকলায় প্রথমবারের মতো এ গ্রীক নাটকটি মঞ্চায়িত হচ্ছে, যা শুধু আমাদের জন্য নয়, পুরো দেশের নাট্যাঙ্গনের জন্যই এক ঐতিহাসিক মুহূর্ত। গ্রিক ট্র্যাজেডি হাজার বছরের পুরনো হলেও এর আবেগ ও প্রশ্নগুলো আজও সমানভাবে প্রাসঙ্গিক।

আরো পড়ুন : ছবিতে জুতা নিক্ষেপের ঘটনায় যে প্রতিক্রিয়া জানালেন অভিনেতা বাসার

নাটকে ইলেক্ট্রা চরিত্রে অভিনয় করছেন শিক্ষার্থী অথৈ দাস মেঘলা। তিনি বলেন, এস্কাইলাস, সফোক্লিস কিংবা ইউরিপিদিসের মতো নাট্যকারদের কালজয়ী রচনা আমরা এতদিন বইয়ের পাতায় পড়েছি। সেটিকে জীবন্তভাবে দর্শকের সামনে উপস্থাপন করতে পারা সত্যিই ঐতিহাসিক ঘটনা। আশা করি নাটকটি দর্শকদের হৃদয়ে গভীর রেখাপাত করবে।


ইজিসথাস চরিত্রে অভিনয় করা শিক্ষার্থী আলিশান প্রবাহ বলেন, প্রাচীন গ্রীক নাটক শুধু বিনোদন নয়; এটি মানবীয় আবেগ, দর্শন ও নাট্যশিল্পের ঐতিহ্য বহন করে। তর্পণ বাহকেরা বাংলার মঞ্চে আসা নিঃসন্দেহে এক সাহসী সাংস্কৃতিক পদক্ষেপ।

অন্যদিকে, অরেস্টিস চরিত্রে অভিনয় করা শিক্ষার্থী সৌমেন মণ্ডল বলেন, এটি আমাদের দেশের নাট্যচর্চায় এক নতুন ধারা। গ্রীক ট্র্যাজেডি নিয়ে দেশে কাজ খুবই কম হয়েছে। আশা করি আমরা দর্শকদের জন্য ভিন্ন স্বাদের একটি প্রযোজনা উপহার দিতে পারব।

নাটকটির বিষয়ে জবি নাট্যকলা বিভাগের চেয়ারম্যান ক্যাথরিন পিউরীফিকেশন বলেন, নাটকটি মূলত পারিবারিক হত্যাকাণ্ডের করুণ কাহিনি। যেখানে পিতা কন্যাকে বলি দেয়, স্ত্রী স্বামীকে হত্যা করে, আবার পুত্র মাকে হত্যা করে। এ নির্মমতা মানব ইতিহাসের প্রতিচ্ছবি। একইসঙ্গে এটি আজকের বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতির সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।

তিনি আরো বলেন, গ্রিক এই নাটকটি অত্যন্ত শক্তিশালী ও চমৎকার। আমাদের বিভাগের শিক্ষার্থীদের প্রযোজনায় দেশের মঞ্চে প্রথমবার উপস্থাপিত হতে যাচ্ছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে তিন দিনব্যাপী এ আয়োজন সবার জন্য উন্মুক্ত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৪১ হাজার শিক্ষক নিয়োগের সুপারিশ চূড়ান্ত

৪১ হাজার শিক্ষক নিয়োগের সুপারিশ চূড়ান্ত

রাহুল গান্ধীকে ৭ দিনের আলটিমেটাম!

রাহুল গান্ধীকে ৭ দিনের আলটিমেটাম!

ঢাকায় হালকা বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঢাকায় হালকা বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

চীনা অত্যাধুনিক সাবমেরিন পাকিস্তানের হাতে

চীনা অত্যাধুনিক সাবমেরিন পাকিস্তানের হাতে ভারতের কপালে চিন্তার ভাঁজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App