×

বিনোদন

শাহরুখ নাকি শাকিব, কাকে পছন্দ হানিয়া আমিরের?

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫০ পিএম

শাহরুখ নাকি শাকিব, কাকে পছন্দ হানিয়া আমিরের?

ছবি: সংগৃহীত

পাকিস্তানের জনপ্রিয় নায়িকা হানিয়া আমির এখন ঢাকায় অবস্থান করছেন। শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি একটি আয়োজনে অংশ নেন। সেখানে তাকে উপস্থাপক প্রশ্ন করেন, বলিউড বাদশাহ শাহরুখ খান নাকি ঢালিউড কিং শাকিব খান- কে তার পছন্দ? পরিপ্রেক্ষিতে পাকিস্তানি অভিনেত্রী যে উত্তর দিয়েছেন তা দর্শকদের আনন্দে ভাসিয়েছে।

উপস্থাপক সৌমিক আহমেদের প্রশ্নের জবাবে হানিয়া আমির বলেন, আমার পছন্দ শাকিব খান। কারণ তোমরা তাকে অনেক পছন্দ করো। তাই ওকে আমারও পছন্দ। 

এর আগে হানিয়া আমির গিয়েছিলেন ঢাকার আহসান মঞ্জিলে। সেখানে কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য ছোট ভাইয়ের সঙ্গে একটি ভ্লগে অংশ নেন তিনি। পাশাপাশি চেখে দেখেন ফুচকা, ঝালমুড়ির মতো কিছু রাস্তার খাবার।  

রোববার (২১ সেপ্টেম্বর) সানসিল্কের আয়োজিত এক্সক্লুসিভ ফটোশুটে অংশ নিয়েছেন হানিয়া আমির। এরপর ফিরে যাবেন নিজ দেশ পাকিস্তানে। 

গ্ল্যামার আর প্রতিভার মিশেলে ক্যারিয়ারে একের পর এক সাফল্য পাচ্ছেন হানিয়া আমির। এখন হরহামেশা বিশ্ব মিডিয়ায় আলোচনায় আসেন তিনি। চলতি বছর আইএমডিবি প্রকাশিত বিশ্বের সেরা সুন্দরী অভিনেত্রীদের তালিকায় তৃতীয় স্থান অর্জন করেন পাকিস্তানি গ্ল্যামার গার্ল। 

সতেজ সৌন্দর্য, নির্মল হাসি এবং সুনিপুন অভিনয়ের জন্য তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয় হানিয়া আমির। পাকিস্তানি নাটক ও সিনেমায় আধুনিক, সাহসী ও স্বাধীনচেতা নারীর চরিত্রে তাকে বেশি দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিশাল ফ্যানবেস রয়েছে তার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

 ‘গুপ্ত রাজনীতি’ সম্পর্কে সরকারকে সজাগ থাকার আহ্বান তারেক রহমানের

‘গুপ্ত রাজনীতি’ সম্পর্কে সরকারকে সজাগ থাকার আহ্বান তারেক রহমানের

ইসির ২৩ কর্মকর্তাকে বদলি

ইসির ২৩ কর্মকর্তাকে বদলি

তারেক রহমানের সবশেষ শারীরিক অবস্থা জানা গেলো

তারেক রহমানের সবশেষ শারীরিক অবস্থা জানা গেলো

তারেক রহমানের প্রতি যে ক্ষোভের কথা বললেন এই নারী

তারেক রহমানের প্রতি যে ক্ষোভের কথা বললেন এই নারী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App