×

রাজনীতি

আসন সমঝোতায় ঐকমত্য, বিকেলে জরুরি সংবাদ সম্মেলন আট দলের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ০৩:৩২ পিএম

আসন সমঝোতায় ঐকমত্য, বিকেলে জরুরি সংবাদ সম্মেলন আট দলের

ছবি : সংগৃহীত

আসন সমঝোতা নিয়ে টানা দুদিনের আলোচনা ও দৌড়ঝাঁপের পর যুগপৎ আন্দোলনের শরিক আট রাজনৈতিক দল অবশেষে সমঝোতায় পৌঁছেছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে বিকেলে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

যুগপৎ আন্দোলনের শরিক আট দলের পক্ষে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ জানান, রোববার (২৮ ডিসেম্বর) আন্দোলনরত দলগুলোর পক্ষ থেকে একটি জরুরি যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বিকেল সাড়ে ৪টায় জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলার আবদুস সালাম হলে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে। সেখানে আসন সমঝোতা নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।

এ বিষয়ে জানতে চাইলে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন, যুগপৎ আন্দোলনের শরিক আট রাজনৈতিক দলের সঙ্গে আরো তিনটি রাজনৈতিক দল যুক্ত হচ্ছে। নতুন করে যুক্ত হওয়া দলগুলো হলো— লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), এবি পার্টি এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

জামায়াতের একটি শীর্ষ সূত্র জানায়, এলডিপি ও এবি পার্টি যুক্ত হওয়ায় আসন সমঝোতায় এনসিপি আর ৩০টি আসন পাচ্ছে না। এনসিপির প্রাপ্ত আসনসংখ্যা কমে ২০ থেকে ২৫টির মধ্যে সীমিত থাকছে। অপরদিকে, বাকি দুটি দল পাবে প্রায় ৫টি করে আসন।

এই আসন সমঝোতা ও জোট সম্প্রসারণের বিস্তারিত চিত্র বিকেলের যৌথ সংবাদ সম্মেলন থেকেই আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জামায়াতের নেতৃত্বাধীন জোটে যোগ দিলো এলডিপি ও এনসিপি

জামায়াতের নেতৃত্বাধীন জোটে যোগ দিলো এলডিপি ও এনসিপি

কোরআন-সুন্নাহর বাইরে আইন হবে না: মির্জা ফখরুল

কোরআন-সুন্নাহর বাইরে আইন হবে না: মির্জা ফখরুল

এনসিপি ছেড়েছি, রাজনীতি নয়: তাজনূভা জাবীন

এনসিপি ছেড়েছি, রাজনীতি নয়: তাজনূভা জাবীন

মাথায় আঘাত পেয়ে হাসপাতালে শরিফুল

মাথায় আঘাত পেয়ে হাসপাতালে শরিফুল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App