যাত্রা শুরু করল ফ্যাশনভিত্তিক ই-কমার্স প্ল্যাটফর্ম ‘রেডি হাউ’
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ০১:৫৮ পিএম
ছবি : সংগৃহীত
ফ্যাশনভিত্তিক ই-কমার্স মার্কেটপ্লেস ‘রেডি হাউ’ সফট লঞ্চের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। সম্প্রতি রাজধানীর মিরপুর ডিওএইচএসে প্রতিষ্ঠানটির কার্যালয়ে কেক কাটার আয়োজনের মধ্য দিয়ে রেডি হাউয়ের কার্যক্রম শুরু হয়।
প্রতিষ্ঠানটির উদ্যোক্তারা জানান, ‘রেডি হাউ’ একটি পূর্ণাঙ্গ ফ্যাশন মার্কেটপ্ল্যাটফর্ম, যা ফ্যাশন উইথ পারপাস ধারণাকে ধারণ করে। ফ্যাশন পণ্যের সহজলভ্যতা নিশ্চিত করার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা পালনের লক্ষ্য নিয়েই প্ল্যাটফর্মটি চালু করা হয়েছে।
আরো পড়ুন : স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৩৪৫৩ টাকা
কার্যক্রম শুরুর সঙ্গে সঙ্গেই জনহিতকর কাজে অবদান রাখার ঘোষণা দেয় রেডি হাউ। কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের অংশ হিসেবে প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রতিটি পণ্যের বিক্রয়মূল্যের ১ শতাংশ শিশু ও নারীদের পুষ্টি উন্নয়নে ব্যয় করা হবে। উদ্যোক্তাদের মতে, এই উদ্যোগ তাদের সামাজিক দায়িত্ববোধের স্পষ্ট প্রতিফলন।
প্রতিদিনের জীবনে ফ্যাশনকে সহজ, অর্থবহ ও সচেতনভাবে উপস্থাপন করার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইতিবাচক সামাজিক অবদান রাখাই এই প্ল্যাটফর্মের মূল লক্ষ্য। উদ্যোক্তারা জানান, রেডি হাউ আগামী দিনের ফ্যাশন বাজারে কেবল একটি ই-কমার্স প্ল্যাটফর্ম নয়, বরং একটি উদ্দেশ্যনির্ভর উদ্যোগ হিসেবে কাজ করতে চায়।
