×

সরকার

জুলাইকে গণজাগরণ ও ঐক্যের মাসে পরিণত করুন : প্রধান উপদেষ্টা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২৫, ১২:৪১ পিএম

জুলাইকে গণজাগরণ ও ঐক্যের মাসে পরিণত করুন : প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি : সংগৃহীত

জুলাইকে সবার গণজাগরণ ও জাতীয় ঐক্যের মাসে পরিণত করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

ড. ইউনূস বলেন, আমাদের সামনের পথ কঠিন হলেও সম্ভাবনার দ্বার বিশাল। ইতিহাস সাক্ষ্য দেয়—জনগণ যখন জেগে ওঠে, তখন কোনো শক্তিই তাদের রুখে রাখতে পারে না।

মঙ্গলবার (১ জুলাই) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সেখানে জুলাই অভ্যুত্থান স্মরণে শুরু হয় মাসব্যাপী স্মৃতি ও সচেতনতা কর্মসূচির আনুষ্ঠানিকতা।

প্রধান উপদেষ্টা বলেন, জুলাই আন্দোলনের মর্মবাণী ছিল ফ্যাসিবাদ বিলোপ করে নতুন বাংলাদেশ গঠন করা। সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য অন্তর্বর্তী সরকার কাজ করে যাচ্ছে—যাতে ভবিষ্যতে আর কোনো স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।

তিনি বলেন, আমরা ১৬ বছর পর অভ্যুত্থানের মধ্য দিয়ে বিদ্রোহ ঘোষণা করেছিলাম এবং তাৎক্ষণিকভাবে লক্ষ্য অর্জন করতে পেরেছিলাম। কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল নতুন রাষ্ট্রব্যবস্থা বিনির্মাণের স্বপ্ন। এ মাসব্যাপী কর্মসূচি শুধু স্মরণ নয়, এটি একটি নতুন শপথও।

আরো পড়ুন : জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ৩৬ দিনের কর্মসূচি শুরু

ড. ইউনূস বলেন, আমরা চাই, প্রতি বছর এই সময়টা উদযাপন হোক। যাতে ভবিষ্যতে আর ১৬ বছর অপেক্ষা না করতে হয় কোনো গণজাগরণ বা অভ্যুত্থানের জন্য। রাষ্ট্রে স্বৈরতন্ত্রের কোনো চিহ্ন দেখা গেলেই যেন জনগণ তাৎক্ষণিকভাবে প্রতিরোধে নামতে পারে।

জুলাই আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, গত বছরের জুলাইতে দেশের সর্বস্তরের মানুষ যেভাবে একসঙ্গে হয়েছিল, সেই ঐক্যকে আবারও সুসংহত করতে হবে। কর্মসূচির মূল উদ্দেশ্য হলো—জনগণকে তাদের গণতান্ত্রিক অধিকার সম্পর্কে সচেতন করা, রাজনৈতিকভাবে সক্রিয় রাখা এবং রক্তের ত্যাগ না ভোলা।

ড. ইউনূস বলেন, জুলাই আন্দোলনে শিক্ষার্থীরা প্রথম প্রতিবাদ করেছিল, তারাই আমাদের মুক্তির স্বাদ দিয়েছে। এই আন্দোলন ছিল একটি গণতান্ত্রিক জাগরণের অমোঘ ডাক—যার চূড়ান্ত লক্ষ্য ছিল জনগণের হাতে রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দেওয়া।

উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে ড. ইউনূস মাসব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। কর্মসূচির মধ্যে রয়েছে- উপাসনালয়ে প্রার্থনা ও দোয়া, শহীদদের স্মরণে শিক্ষাবৃত্তি চালু, গণস্বাক্ষর কর্মসূচি, রাজনৈতিক ও সাংস্কৃতিক আলোচনা সভা, সচেতনতামূলক কর্মসূচি দেশের সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে।


টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভয়ংকর এক নতুন অস্ত্র ‘ব্ল্যাকআউট বম্ব’ নিয়ে আসছে চীন!

ভয়ংকর এক নতুন অস্ত্র ‘ব্ল্যাকআউট বম্ব’ নিয়ে আসছে চীন!

পর্তুগাল ও স্পেনের ইতিহাসের সবচেয়ে গরম জুন মাস

পর্তুগাল ও স্পেনের ইতিহাসের সবচেয়ে গরম জুন মাস

নতুন প্লাজমা ডিভাইস তৈরি করেছেন ইরানের পরমাণু বিজ্ঞানীরা

নতুন প্লাজমা ডিভাইস তৈরি করেছেন ইরানের পরমাণু বিজ্ঞানীরা

‘যতক্ষণ দুঃখ প্রকাশ না করছো, তোমরা শান্তি পাবে না’, আওয়ামী লীগকে শফিকুল আলম

‘যতক্ষণ দুঃখ প্রকাশ না করছো, তোমরা শান্তি পাবে না’, আওয়ামী লীগকে শফিকুল আলম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App