×

সরকার

মাইলস্টোন শিক্ষার্থীদের ৬ দফা দাবি মেনে নেওয়ার ঘোষণা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ০১:৩০ পিএম

মাইলস্টোন শিক্ষার্থীদের ৬ দফা দাবি মেনে নেওয়ার ঘোষণা

আইন উপদেষ্টা আসিফ নজরুল। ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্ত হয়ে সহপাঠীদের মৃত্যুর ঘটনায় গড়ে ওঠা আন্দোলনে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের ৬ দফা দাবি সরকার মেনে নিয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে কলেজের ৫ নম্বর ভবনের সামনে তিনি সাংবাদিকদের কাছে এ তথ্য জানান।

শিক্ষার্থীদের ৬ দফা দাবির মধ্যে রয়েছে— নিহতদের নাম-ঠিকানা প্রকাশ, আহতদের নির্ভুল তালিকা, শিক্ষকদের সঙ্গে অসদাচরণের জন্য নিঃশর্ত ক্ষমা, ক্ষতিপূরণ প্রদান, ঝুঁকিপূর্ণ প্লেন বাতিল, প্রশিক্ষণ পদ্ধতি সংস্কার।

অন্যদিকে, দাবি মেনে নেওয়ার ঘোষণা দেওয়ার পরও পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শিক্ষার্থীরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে শুরু করেন এবং ‘উই ওয়ান্ট জাস্টিস’ বলে স্লোগান তোলেন। এক পর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে জুতা ও প্লাস্টিকের বোতল ছুড়ে মারেন।

আরো পড়ুন : হতাহতদের সব ধরনের সহায়তা নিশ্চিত করছে সরকার: প্রেস উইং

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কলেজের ৫ নম্বর ভবনের সামনে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য অবস্থান নেন। এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত দুই উপদেষ্টা কলেজ ভবনের ভেতরে অবরুদ্ধ ছিলেন।

এর আগে মঙ্গলবার সকাল ১০টা থেকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনের গোলচত্বরে জড়ো হতে শুরু করেন শত শত শিক্ষার্থী। বিমান বিধ্বস্ত হয়ে সহপাঠী ও শিক্ষকের প্রাণহানির ঘটনার প্রতিবাদে তারা ৬ দফা দাবি নিয়ে শান্তিপূর্ণ বিক্ষোভ শুরু করেন।

এ সময় আন্দোলন কর্মসূচি থেকে শিক্ষার্থীরা ঘোষণা দেন, দুপুর সাড়ে বারোটার মধ্যে তাদের সঙ্গে যদি সরকারের কোনো প্রতিনিধি কথা বলতে না আসে, তাহলে তারা উত্তরা বিএনএস সেন্টারের সামনের রাস্তা অবরোধ করে আন্দোলন করবেন।

উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) দুপুরে উত্তরার দিয়াবাড়ি এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ সেভেন–বিজিআই প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার হল ভবনে বিধ্বস্ত হয়। এতে এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ২৫ জনই শিশু শিক্ষার্থী।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মাইলস্টোন ট্র্যাজেডি: বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে নীরবতা পালন

মাইলস্টোন ট্র্যাজেডি: বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে নীরবতা পালন

৯ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশ পাহারায় মাইলস্টোন থেকে বেরোলেন দুই উপদেষ্টা

৯ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশ পাহারায় মাইলস্টোন থেকে বেরোলেন দুই উপদেষ্টা

মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে মর্মান্তিক প্রাণহানি: অনলাইন এডিটরস অ্যালায়েন্সের গভীর শোক

মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে মর্মান্তিক প্রাণহানি: অনলাইন এডিটরস অ্যালায়েন্সের গভীর শোক

আহতদের চিকিৎসায় ভারতের সহায়তা প্রস্তাব বাংলাদেশ কী গ্রহণ করবে?

মাইলস্টোনে বিমান বিধ্বস্ত আহতদের চিকিৎসায় ভারতের সহায়তা প্রস্তাব বাংলাদেশ কী গ্রহণ করবে?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App