বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা
দগ্ধদের চিকিৎসায় সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ০৮:০৮ এএম

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ছবি : সংগৃহীত
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় দগ্ধদের চিকিৎসাসেবার অগ্রগতি সরেজমিনে দেখতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। শনিবার (২৬ জুলাই) রাত ৯টা ১০ মিনিটে বার্ন ইনস্টিটিউটে পৌঁছান তিনি।
এ সময় বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মো. নাসিরউদ্দিন প্রধান উপদেষ্টাকে দগ্ধদের সর্বশেষ অবস্থা ও চিকিৎসা ব্যবস্থাপনা সম্পর্কে অবহিত করেন। তিনি জানান, আহতদের আন্তর্জাতিক প্রটোকল অনুযায়ী চিকিৎসা দেওয়া হচ্ছে। মাল্টিডিসিপ্লিনারি কনসালটেশন বোর্ডের তত্ত্বাবধানে সর্বোত্তম সেবা নিশ্চিত করতে বাংলাদেশি চিকিৎসকদের পাশাপাশি বিদেশি বিশেষজ্ঞদের পরামর্শও নেওয়া হচ্ছে।
বর্তমানে হাসপাতালে চার জনের অবস্থা সংকটাপন্ন, ৯ জনের অবস্থা গুরুতর এবং ২৩ জন মাঝারি শ্রেণিভুক্ত।
আরো পড়ুন : ৪-৫ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা!
প্রধান উপদেষ্টা জানতে চান, চিকিৎসার জন্য কোনো জরুরি যন্ত্রপাতি বা ওষুধের ঘাটতি আছে কি না। জবাবে পরিচালক জানান, সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সবকিছু সরবরাহ করা হচ্ছে। যেগুলোর অভাব ছিল, সেগুলো সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসকদল সঙ্গে করেই এনেছেন।
ঘটনার প্রাথমিক বর্ণনা দেন বার্ন ইনস্টিটিউটের বিশেষ সহকারী অধ্যাপক মো. সায়েদুর রহমান। তিনি বলেন, দুর্ঘটনার পরপরই ক্ষতিগ্রস্তদের দ্রুত বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে বার্ন ইনস্টিটিউট ও কম্বাইন্ড মিলিটারি হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে রোগী পরিবহনের সময় অ্যাম্বুলেন্সের ঘাটতি ছিল।
প্রধান উপদেষ্টা বলেন, দেশের জরুরি স্বাস্থ্যসেবার এই সীমাবদ্ধতা দূর করতে তাৎক্ষণিক করণীয় পরিকল্পনা প্রণয়ন করে প্রস্তাব পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রধান উপদেষ্টা নিহতদের পরিবার, আহত ও তাদের স্বজনদের মানসিক পুনর্বাসন ও ট্রমা কাটিয়ে উঠতে সমন্বিত কাউন্সেলিং কার্যক্রম শুরুর নির্দেশ দেন। তিনি বলেন, নিহত ও আহতদের পরিবার এবং মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী-শিক্ষকদের সবাইকে এই সহায়তার আওতায় আনতে হবে।হাসপাতালে অবস্থানরত দগ্ধদের স্বজনদের প্রতিও সর্বোচ্চ যত্নবান হতে হবে নির্দেশ দেন তিনি।
এই দুর্ঘটনায় সর্বোচ্চ চেষ্টা ও ত্যাগ স্বীকার করা দেশি-বিদেশি চিকিৎসক, নার্স ও সেবাদানকারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। বিদেশ থেকে যে চিকিৎসক দল বিপদের সময় পাশে দাঁড়িয়েছে, তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।
পরিদর্শনকালে প্রধান উপদেষ্টার সঙ্গে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম উপস্থিত ছিলেন।