×

বলিউড

‘সাইয়ারা’র নায়িকা সম্পর্কে অজানা তথ্য

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ০১:৪৮ পিএম

‘সাইয়ারা’র নায়িকা সম্পর্কে অজানা তথ্য

অনীত পাড্ডা। ছবি : সংগৃহীত

মুক্তির পর থেকেই বলিউডে হইচই ফেলে দিয়েছে যশরাজ ফিল্মসের নতুন ছবি ‘সাইয়ারা’। রোমান্টিক গল্প আর নতুন দুই মুখের রসায়ন দেখে মুগ্ধ দর্শক। বিশেষ করে ছবির নায়িকা অনীত পাড্ডা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তুমুল আলোচনা।

‘সাইয়ারা’ ছবিতে অনীত পাড্ডা ও আহান পান্ডে জুটি বেঁধে অভিনয় করেছেন। বলিউডের জনপ্রিয় পরিচালক মোহিত সুরি পাঁচ বছরের বিরতি ভেঙে মাত্র ৪৫ কোটি বাজেটে এ ছবি নির্মাণ করেছেন। ১৮ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকে আয় বেড়েই চলেছে। এই সিনেমা দেখার পর দর্শকরা দাবি করছেন, নতুন অভিনেতা-অভিনেত্রী দিয়েও বাজিমাত করা যায়, তা দেখিয়ে দিল সাইয়ারা।

মিষ্টি হাসি, কাজল কালো চোখ, গোলাপি গাল, ঘন ভ্রু আর মনকাড়া অভিনয়ে অনীত পাড্ডা যেন দর্শকের মনই চুরি করে নিয়েছেন। অনীত একেবারেই অন্য ধাঁচের অভিনেত্রী, তাঁর চেহারায় মোহনীয় এক ব্যাপার আছে।

আরো পড়ুন : ‘সাইয়ারা’ দেখে কেঁদে অজ্ঞান দর্শক, এক সপ্তাহেই বাজেটের চারগুণ আয়!

কিন্তু অনীতের এক পুরনো গল্প এখন রীতিমতো আলোচনায়। প্রায় দশ বছর আগে, স্কুলে পড়ার সময় অনীত নিজের দুই ভ্রু ও চোখের আটটি পাতা নিজেই উপড়ে ফেলেছিলেন!

তিনি বলেন, স্কুলের বার্ষিক অনুষ্ঠান শেষ করে বাসায় ফিরেই হঠাৎ মেকআপ তুলে ফেলি। তখনই না বুঝে ভ্রু কামিয়ে ফেলি, এমনকি চোখের পাতাও উপড়ে ফেলি! মা বাসায় ফিরে দেখে অবাক হয়ে বললেন, এবার স্কুলে যাবে কীভাবে?’ তখনই বুঝলাম কী করে ফেলেছি!

তবে অনীত পাড্ডার দৃষ্টিতে, এই কাজ যেন তার ভেতরে লুকিয়ে থাকা নতুনত্বের খোঁজই প্রকাশ করেছিল। তিনি বলেন, আজকাল তো অনেকেই ভ্রু উঠিয়ে ফেলছেন বা নতুন স্টাইল করছেন। হয়তো তখনই আমার মধ্যে কিছু আলাদা করার ইচ্ছা কাজ করেছিল।

বলিউডের ‘রোমান্সের জাদুকর’ মোহিত সুরি দীর্ঘ বিরতির পর ‘সাইয়ারা’ দিয়ে নতুন প্রজন্মের গল্প আর নতুন মুখকে নিয়ে বাজিমাত করেছেন। মুক্তির মাত্র কয়েক দিনের মধ্যেই ছবিটি বক্স অফিসে দারুণ ব্যবসা করছে। একইসঙ্গে নতুন দুই মুখ, অনীত পাড্ডার ব্যতিক্রমী গল্প আর মোহিত সুরির মুন্সিয়ানা—সব মিলিয়ে ‘সাইয়ারা’ এখন বলিউডের আলোচনার কেন্দ্রবিন্দুতে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ড. ইউনূসের মানহানির মামলা বাতিলের রায় বহাল

ড. ইউনূসের মানহানির মামলা বাতিলের রায় বহাল

সচেতনতার সঙ্গে এগুচ্ছে বিএনপি: ফখরুল

সচেতনতার সঙ্গে এগুচ্ছে বিএনপি: ফখরুল

একনেকে ৮১৪৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন

একনেকে ৮১৪৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন

চাঁদাবাজি করতে গিয়ে আটক রিয়াদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধি

চাঁদাবাজি করতে গিয়ে আটক রিয়াদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App