×

সরকার

বিএনপি নেতা ইশরাককে নিয়ে উপদেষ্টা আসিফের বিস্ফোরক মন্তব্য

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ০১:১০ পিএম

বিএনপি নেতা ইশরাককে নিয়ে উপদেষ্টা আসিফের বিস্ফোরক মন্তব্য

ইশরাক হোসেন এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি : সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়রপ্রার্থী ইশরাক হোসেন শপথ নিতে না পেরে দখলকৃত টেলিভিশন চ্যানেল ব্যবহার করে অপপ্রচার চালাচ্ছেন, এমন অভিযোগ তুলেছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মঙ্গলবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এই অভিযোগ করেন আসিফ মাহমুদ। তিনি লেখেন, কোর্টের জটিলতা এবং সরকারি সিদ্ধান্তের কারণে মেয়াদ শেষ হওয়ার পরও মেয়র হতে না পেরে ইশরাক হোসেন ও শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ জোট বেঁধে দখলকৃত টিভি চ্যানেলের মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত প্রোপাগান্ডা ছড়াচ্ছেন।

পোস্টে তিনি দাবি করেন, ওই চ্যানেলে জুলাই মাসের গণঅভ্যুত্থানে হত্যা মামলার এক আসামিকে ভিকটিম হিসেবে উপস্থাপন করা হচ্ছে। তিনি ক্ষোভ প্রকাশ করে লেখেন, ‘সেলুকাস!’

আরো পড়ুন : জুলাই ঘোষণাপত্র: অভ্যুত্থানের স্বীকৃতি সংবিধানে, থাকছে ৭ নভেম্বর

আসিফ মাহমুদ তার পোস্টে আরো দাবি করেন, মুরাদনগরের তিন খুনের ঘটনার সঙ্গে অভিযুক্ত শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের ভাই শাহ জুন্নুন বুশরী জড়িত। এই হত্যাকাণ্ডের পর সামাজিক যোগাযোগমাধ্যমে উল্লাস প্রকাশ করতেও দেখা গেছে তাকে। অথচ এই ঘটনার সঙ্গে তার (আসিফের) নাম জড়ানোর চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি।

আসিফ মাহমুদ লিখেছেন, গত তিন মাস ধরে আমি বা আমার পরিবারের কেউ এলাকায় যাইনি। ঘটনার পর প্রথম দিকে কোনো ভিকটিম আমার নাম নেয়নি। এক মাস পর কায়কোবাদ সাহেবের লোকজন ভিকটিমকে দিয়ে আমার বিরুদ্ধে কথা বলাচ্ছে।

তিনি আরো অভিযোগ করেন, মিডিয়া দখলে থাকলে কি না করা যায়? থানা ভাঙচুর, হত্যা মামলার আসামি, খুন করে উল্লাস করা, সবাই এখন ভিকটিম আর আসিফ মাহমুদ ভিলেন!

নিজেকে একজন ‘মধ্যবিত্ত পরিবারের সন্তান’ হিসেবে উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, আমার না আছে এস্টাবলিশমেন্টের ব্যাকআপ, না আছে অর্থনৈতিক ভিত্তি।

তিনি আশঙ্কা প্রকাশ করেন, মুরাদনগরে আসন্ন সংসদ নির্বাচনে তার প্রার্থী হওয়ার সম্ভাবনা থেকেই কায়কোবাদ পরিবার আরো বেপরোয়া হয়ে উঠেছে। মানুষের হয়ে কাজ করতে চেয়েছি, কিন্তু সেটাও আর সম্ভব হবে বলে মনে হচ্ছে না। মাফিয়াদের জয়জয়কার চলুক!

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আরবে দেখা গেছে রজবের চাঁদ, রমজানের ক্ষণগণনা শুরু

আরবে দেখা গেছে রজবের চাঁদ, রমজানের ক্ষণগণনা শুরু

সংসদ নির্বাচনের তফসিল সংশোধন ইসির

সংসদ নির্বাচনের তফসিল সংশোধন ইসির

তিন বিভাগে বাড়তে পারে শীত, কুয়াশার শঙ্কা

তিন বিভাগে বাড়তে পারে শীত, কুয়াশার শঙ্কা

নৈরাজ্য করে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই: সালাহউদ্দিন আহমদ

নৈরাজ্য করে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই: সালাহউদ্দিন আহমদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App