×

সরকার

নির্বাচন পুলিশের জন্য ঐতিহাসিক পরীক্ষা: আইজিপি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১১ পিএম

নির্বাচন পুলিশের জন্য ঐতিহাসিক পরীক্ষা: আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। ছবি : সংগৃহীত

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন কেবল ভোটগ্রহণের প্রক্রিয়া নয়, বরং জনগণের বিশ্বাসের প্রতিফলন। এই নির্বাচনকে ঘিরে নিরাপত্তা নিশ্চিত করা এবং সুষ্ঠু পরিবেশ বজায় রাখা পুলিশের জন্য এক ধরনের ‘ঐতিহাসিক পরীক্ষা’।

রোববার (৭ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে আয়োজিত নির্বাচনি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

আইজিপি বাহারুল আলম বলেন, ‘বর্তমানে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হলো জাতীয় নির্বাচন। এটি শুধুমাত্র ক্ষমতার পরিবর্তন নয়, বরং গণতন্ত্রের শেকড়কে আরো দৃঢ় করার এক সুযোগ। নির্বাচনের সময় প্রায় দেড় লাখ পুলিশ মাঠপর্যায়ে দায়িত্ব পালন করবেন। তাদের প্রতিটি কার্যক্রম জাতীয় ও আন্তর্জাতিকভাবে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।’

তিনি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে পুলিশ সদস্যরা কেবল আইন-কানুন শেখার মধ্যে সীমাবদ্ধ থাকবেন না, বরং চাপের মধ্যেও নিরপেক্ষ থাকা, সংঘাত এড়িয়ে সমাধানকে অগ্রাধিকার দেওয়া এবং মানুষের আস্থা অর্জনের দক্ষতা অর্জন করবেন।

আইজিপির মতে, সততা, দক্ষতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারলে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে। পাশাপাশি আন্তর্জাতিক মহলেও প্রমাণ হবে যে বাংলাদেশ পুলিশ একটি আধুনিক, গণতন্ত্রবান্ধব ও কার্যকর বাহিনী।

আরো পড়ুন : পুলিশের দক্ষতা বৃদ্ধির বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি শুরু

পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি আহ্বান জানিয়ে বলেন, ‘প্রশিক্ষণে শেখা প্রতিটি কৌশল মাঠপর্যায়ে প্রয়োগ করতে হবে। সর্বোচ্চ ধৈর্য, বিচক্ষণতা ও আত্মসংযম প্রদর্শন করতে হবে এবং প্রয়োজনে ত্যাগ স্বীকারেও প্রস্তুত থাকতে হবে।’

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে আইজিপি বলেন, ‘আমরা চাই বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও উৎসবমুখর নির্বাচন হোক। মাননীয় প্রধান উপদেষ্টা যেমনটি আশা করেছেন, সেই লক্ষ্যেই দক্ষতা, নিরপেক্ষতা ও আন্তরিকতার মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে।’

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আদালতে বিচারকের সামনেই সাংবাদিককে মারধর, ক্ষমা চাইলেন সেই আইনজীবী

আদালতে বিচারকের সামনেই সাংবাদিককে মারধর, ক্ষমা চাইলেন সেই আইনজীবী

নুরাল পাগলার মাজার ঘিরে পু‌লি‌শের ওপর হামলা, গ্রেফতার ৫

নুরাল পাগলার মাজার ঘিরে পু‌লি‌শের ওপর হামলা, গ্রেফতার ৫

প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে কর্মমুখী শিক্ষার গুরুত্ব অপরিসীম: প্রধান উপদেষ্টা

প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে কর্মমুখী শিক্ষার গুরুত্ব অপরিসীম: প্রধান উপদেষ্টা

৮০০ ড্রোন, ১৩ ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে হামলা রাশিয়ার

৮০০ ড্রোন, ১৩ ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে হামলা রাশিয়ার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App