দুর্গাপূজায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

কাগজ ডেস্ক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০১ পিএম

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি : সংগৃহীত
এ বছরের শারদীয় দুর্গাপূজা ঘিরে সারাদেশে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, এবছর কোথাও নিরাপত্তার কোনো ঝুঁকি নেই, বরং সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ আরো সুদৃঢ় হবে।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জ শহরের শ্রী রামকৃষ্ণ মিশন আশ্রমের পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবার দুর্গাপূজা অনুষ্ঠিত হবে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে। সারা দেশে ৩৩ হাজার পূজা মণ্ডপের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে ৮০ হাজার স্বেচ্ছাসেবক কাজ করবেন। এর ফলে পূজার নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে ইতোমধ্যে পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক করা হয়েছে। প্রতিমা নির্মাণের সময় থেকেই প্রতিটি পূজা মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া প্রতিটি মণ্ডপ সার্বক্ষণিক সিসি ক্যামেরার আওতায় থাকবে।
আরো পড়ুন : দুর্গাপূজা উপলক্ষে ২৪ সেপ্টেম্বর থেকে মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী
আগামী ২৪ সেপ্টেম্বর থেকে আনসার, পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনীসহ সব বাহিনী ও স্বেচ্ছাসেবকরা মাঠে কাজ করবেন বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, পূজারি ও দর্শনার্থীরা যাতে নির্বিঘ্নে পূজা পালন করতে পারেন, সেজন্য মণ্ডপ ঘিরে অযথা জনসমাগম করা যাবে না। পূজার পবিত্রতা বজায় রাখতে মণ্ডপ এলাকায় কোনো মেলা বসবে না। তবে কিছু দোকান আয়োজক কমিটি ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে পরিচালিত হবে।
ধর্মীয় শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষার আহ্বান জানিয়ে তিনি বলেন, সবার সহযোগিতায় এবারের দুর্গাপূজা শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে উদযাপিত হবে।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার মো. জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হোসেন, র্যাব-১১ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন, বিজিবি ৬২ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সালাউদ্দিন চৌধুরীসহ স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতারা।
পরে স্বরাষ্ট্র উপদেষ্টা জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।