×

সরকার

অস্ত্রসহ আনসার থাকবে প্রতি ভোটকেন্দ্রে: স্বরাষ্ট্র উপদেষ্টা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ০৩:১৫ পিএম

অস্ত্রসহ আনসার থাকবে প্রতি ভোটকেন্দ্রে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। ছবি : সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের প্রতিটি ভোটকেন্দ্রে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের সবচেয়ে বেশি নিয়োজিত রাখা হবে। প্রতিটি কেন্দ্রেই অন্তত তিনজন অস্ত্রসহ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এই তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

মঙ্গলবার (২৮ অক্টোবর) রাজধানীর খিলগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে আনসার ওয়েলফেয়ার ট্রাস্টের ট্রান্সপোর্ট সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য জানান।

উপদেষ্টা জানান, নির্বাচনে প্রতিটি ভোটকেন্দ্রে মোট ১৩ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এদের মধ্যে তিনজন থাকবে অস্ত্রসহ এবং বাকি ১০ জন থাকবে অস্ত্রবিহীন। অস্ত্রবিহীন সদস্যদের মধ্যে ৬ জন পুরুষ এবং ৪ জন মহিলা। এছাড়া এবারই প্রথম প্রিজাইডিং অফিসারের সঙ্গে একজন অস্ত্রসহ আনসার সদস্য মোতায়েন থাকবেন। নির্বাচনে মোট ৯ দিন আনসার সদস্যরা নিয়োজিত থাকবেন।

আরো পড়ুন : জাতীয় নির্বাচনে পুলিশের ভূমিকা নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ আনসার ও ভিডিপি বাহিনী দেশের নিরাপত্তা, শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং জাতীয় উন্নয়নের প্রতিটি পর্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নিজের জীবন ও স্বার্থের কথা না ভেবে তারা নিষ্ঠা, দায়িত্ববোধ ও দেশপ্রেমের সঙ্গে জাতির সেবায় নিয়োজিত থাকেন।

বাংলাদেশ আনসার ওয়েলফেয়ার ট্রাস্টের নিজস্ব অর্থায়নে মোট ৩১টি যানবাহন কেনা হয়েছে। এর মধ্যে রয়েছে ৯টি ট্রুপস ক্যারিয়ার, ১৪টি কাভার্ড ভ্যান, ৪২ আসন বিশিষ্ট ৪টি বড় বাস, ২৪ আসন বিশিষ্ট ২টি মিনি বাস এবং ২টি অ্যাম্বুলেন্স। এই ট্রান্সপোর্ট সার্ভিসের মাধ্যমে আনসার সদস্যদের ছুটি, বিনোদন ও অন্যান্য প্রয়োজনে যাতায়াতের সুবিধা নিশ্চিত করা হবে।

অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে তিনি জানান, প্রতিদিনই অস্ত্র উদ্ধার হচ্ছে। গত পরশুও আটটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। নির্বাচনের ঘনিষ্ঠ সময়ে এই অভিযান আরও বাড়ানো হবে এবং একসময় কোনো অবৈধ অস্ত্র বাইরে থাকবে না।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনা বাড়লে মধ্যপ্রাচ্যে বিপর্যয়ের আশঙ্কা: কাতার

ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনা বাড়লে মধ্যপ্রাচ্যে বিপর্যয়ের আশঙ্কা: কাতার

জিয়াউল আহসানের বিরুদ্ধে চার্জ গঠনের আদেশ আজ

মানবতাবিরোধী অপরাধ জিয়াউল আহসানের বিরুদ্ধে চার্জ গঠনের আদেশ আজ

বিশ্বের সপ্তম দুর্বল পাসপোর্ট বাংলাদেশের

বিশ্বের সপ্তম দুর্বল পাসপোর্ট বাংলাদেশের

শীত নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

শীত নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App