ইরানে বিক্ষোভে নিহত ১২ হাজার
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ১০:১০ এএম
ছবি : সংগৃহীত
ইরানে টানা দুই সপ্তাহ ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভে প্রাণহানির সংখ্যা ভয়াবহ রূপ নিয়েছে। সাম্প্রতিক তথ্যে জানা গেছে, এ পর্যন্ত অন্তত ১২ হাজার মানুষ নিহত হয়েছেন। পরিস্থিতি আরো ভয়াবহ হলে নিহতের সংখ্যা ২০ হাজারে পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বুধবার (১৪ জানুয়ারি)মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ এক প্রতিবেদনে জানায়, বহির্বিশ্বে যে হতাহতের সংখ্যা প্রচারিত হচ্ছিল, বাস্তবে তা অনেক কম। টেলিফোন যোগাযোগ ধীরে ধীরে স্বাভাবিক হওয়ায় ভেতরের তথ্য এখন বাইরে আসতে শুরু করেছে। সিবিএসের সঙ্গে কথা বলা দুটি সূত্র জানিয়েছে, সাম্প্রতিক কয়েক দিনের বিক্ষোভে অন্তত ১২ হাজার মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে একটি সূত্র ইরানের ভেতর থেকেই তথ্য দিয়েছেন।
এদিকে মঙ্গলবার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী দেশটির পার্লামেন্টে জানান, তাদের প্রাথমিক ধারণা অনুযায়ী ইরানে প্রায় দুই হাজার মানুষ নিহত হয়েছেন। তবে প্রকৃত সংখ্যা আরো বেশি হতে পারে বলেও তিনি শঙ্কা প্রকাশ করেন।
সিবিএস জানায়, মানবাধিকার সংস্থা, হাসপাতাল ও চিকিৎসকদের তথ্য বিশ্লেষণ করে নিহতের সংখ্যা নিরূপণের চেষ্টা চলছে। এসব তথ্যের ভিত্তিতে অনুমান করা হচ্ছে, প্রাণহানি ১২ হাজার ছাড়িয়ে ২০ হাজার পর্যন্ত হতে পারে। একই সূত্র জানায়, নিরাপত্তা বাহিনী বিভিন্ন হাসপাতালে অভিযান চালিয়ে আহতদের পরিচয় ও তথ্য সংগ্রহ করছে।
লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনালও ১২ হাজার বিক্ষোভকারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। ওয়াশিংটনের একটি সূত্র জানিয়েছে, ইরানের ভেতরের তথ্য অনুযায়ী নিহতের সংখ্যা ১০ থেকে ১২ হাজারের মধ্যে।
এদিকে গত পাঁচ দিন ধরে ইরানে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় হতাহতের সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা কঠিন হয়ে পড়েছে। তবে সিবিএস কয়েকটি ভিডিওর সত্যতা যাচাই করেছে, যেখানে তেহরানের উপকণ্ঠের একটি হাসপাতালের মর্গে শত শত মরদেহ দেখা যায়। চিকিৎসকদের মরদেহ পরীক্ষা করতে এবং স্বজনদের প্রিয়জনের খোঁজ করতে দেখা গেছে।
