২০২৬ সালে ঈদ-পূজার ছুটি যতদিন
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ০১:৩০ পিএম
ছবি : সংগৃহীত
চলতি বছরের মতো আগামী ২০২৬ সালেও সরকারি কর্মচারীরা পাবেন দীর্ঘ ছুটি। নতুন ছুটির তালিকা অনুযায়ী, দুই ঈদে মোট ১১ দিন এবং শারদীয় দুর্গাপূজায় ২ দিন ছুটি থাকবে। এর মধ্যে ঈদুল ফিতরে ৫ দিন ও ঈদুল আজহায় ৬ দিন সরকারি ছুটি নির্ধারণ করা হয়েছে।
রোববার (৯ নভেম্বর) সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে গত বৃহস্পতিবার (৬ নভেম্বর) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করে।
বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, আগামী বছর সাধারণ ছুটি ও নির্বাহী আদেশ মিলিয়ে মোট ছুটি হবে ২৮ দিন। তবে এর মধ্যে ৯ দিন শুক্রবার ও শনিবারে পড়বে, যা সাপ্তাহিক ছুটি হিসেবে গণ্য হবে।
এর আগে ঈদের সরকারি ছুটি ছিল তিন দিন। পরবর্তীতে নির্বাহী আদেশে কিছু বছরে তা বাড়ানো হতো। পূজার ছুটিও আগে ছিল ১ দিন, যা পরে বাড়িয়ে ২ দিন করা হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ২৭ অক্টোবর অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫ সালের সরকারি ছুটি অনুমোদন করা হয়েছিল। সেসময়ও ছুটি বাড়ানো হয়, যার ধারাবাহিকতায় চলতি বছরের ঈদুল আজহায় ৬ দিন, ঈদুল ফিতরে ৫ দিন এবং দুর্গাপূজায় ২ দিন ছুটি কার্যকর করা হয়।
সেই সিদ্ধান্তের ধারাবাহিকতাতেই ২০২৬ সালেও একই পরিমাণ ছুটি বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
