×

আন্তর্জাতিক

ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হলেন ডেলসি রদ্রিগেজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬, ১০:১৫ এএম

ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হলেন ডেলসি রদ্রিগেজ

ছবি : সংগৃহীত

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অনুপস্থিতিতে দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। এ বিষয়ে রায় দিয়েছেন ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট।

রোববার (৪ জানুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের আটক করে নিয়ে যাওয়ার পর রাষ্ট্র পরিচালনার ধারাবাহিকতা বজায় রাখতে ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতের রায়ে বলা হয়, প্রশাসনিক কার্যক্রম অব্যাহত রাখা এবং দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই মুহূর্তে ডেলসি রদ্রিগেজকে দায়িত্ব দেওয়া জরুরি।

এছাড়া প্রেসিডেন্টের অনুপস্থিতিতে রাষ্ট্র পরিচালনা, সরকারের কার্যক্রম এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় কোন আইনগত কাঠামো প্রযোজ্য হবে—তা নির্ধারণে সুপ্রিম কোর্ট আরো আলোচনা ও পর্যালোচনা করবে বলেও রায়ে উল্লেখ করা হয়।

এই সিদ্ধান্তের মধ্য দিয়ে আপাতত ভেনেজুয়েলায় অন্তর্বর্তী নেতৃত্বের একটি কাঠামো কার্যকর হলো।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ যুক্তরাষ্ট্রের চাওয়া অনুযায়ী পদক্ষেপ নিলে দেশটিতে মার্কিন সেনা মোতায়েন করা হবে না।

নিউইয়র্ক পোস্টের এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, ডেলসি রদ্রিগেজের সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে এবং তিনি পরিস্থিতি বুঝতে পারছেন।

ট্রাম্প আরো দাবি করেন, ডেলসি রদ্রিগেজ ইতোমধ্যে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে কাজ করতে সম্মত হয়েছেন।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর দেশটির ক্ষমতা কার হাতে থাকবে—এ নিয়ে আন্তর্জাতিক পরিসরে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এই প্রেক্ষাপটে ট্রাম্প বলেন, রদ্রিগেজ যদি যুক্তরাষ্ট্রের অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করেন, তাহলে সেখানে সরাসরি মার্কিন সেনা মোতায়েনের প্রয়োজন হবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ

এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ

পুলিশ ও মোবাইল ফোন ব্যবসায়ীদের সংঘর্ষে রণক্ষেত্র কারওয়ান বাজার

পুলিশ ও মোবাইল ফোন ব্যবসায়ীদের সংঘর্ষে রণক্ষেত্র কারওয়ান বাজার

‘ভারতে খেলবে না বাংলাদেশ’ জানিয়ে আইসিসিকে বিসিবির চিঠি

‘ভারতে খেলবে না বাংলাদেশ’ জানিয়ে আইসিসিকে বিসিবির চিঠি

ভেনেজুয়েলায় মার্কিন হামলায় নিহত ৪০

ভেনেজুয়েলায় মার্কিন হামলায় নিহত ৪০

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App