×

হলিউড

অবশেষে অস্কার পেলেন টম ক্রুজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ০২:৩১ পিএম

অবশেষে অস্কার পেলেন টম ক্রুজ

হলিউড তারকা টম ক্রুজ। ছবি : সংগৃহীত

চারবার মনোনয়ন পেলেও অধরা ছিল বিশ্বসেরা চলচ্চিত্র পুরস্কার ‘অস্কার’। অবশেষে সেই অপেক্ষার অবসান হলো। প্রথমবারের মতো অস্কার পেলেন হলিউড তারকা টম ক্রুজ। ক্যালিফোর্নিয়ায় আয়োজিত ১৬তম গভর্নরস অ্যাওয়ার্ডসে চলচ্চিত্র শিল্পে অসামান্য অবদানের জন্য তাকে দেওয়া হয়েছে সম্মানসূচক অস্কার।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, নির্মাতা আলেহান্দ্রো গঞ্জালেস ইনারিতু টম ক্রুজের হাতে সম্মানসূচক অস্কার তুলে দেন। অস্কার হাতে নিয়ে আবেগাপ্লুত হয়ে ৬৩ বছর বয়সী এই অভিনেতা চলচ্চিত্রের সামনে–পেছনে কাজ করা সবার প্রতি কৃতজ্ঞতা জানান।

এ বছর সম্মানসূক অস্কার পেয়েছেন আরো দুই শিল্পী। তারা হলেন, কোরিওগ্রাফার ও অভিনেত্রী ডেবি অ্যালেন এবং প্রোডাকশন ডিজাইনার উইন থমাস। মানবিকতা পুরস্কার ‘জিন হারশল্ট’ পেয়েছেন সংগীতশিল্পী ও মানবাধিকারকর্মী ডলি পার্টন; যদিও তিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।

আরো পড়ুন : ১৫ বছর বয়সে ইতিহাস, এমি জিতলেন কিশোর অভিনেতা

অনুষ্ঠানে সিনেমার সঙ্গে আত্মিক সম্পর্কের কথা তুলে ধরে টম ক্রুজ বলেন, চলচ্চিত্র আমাকে সারা বিশ্ব ঘুরিয়েছে, বিভিন্ন সংস্কৃতির প্রতি সম্মান করতে শিখিয়েছে এবং মানবতার সৌন্দর্য দেখিয়েছে। প্রেক্ষাগৃহে সবাই একসঙ্গে হাসি-কাঁদি—এটাই সিনেমার শক্তি। তাই সিনেমা শুধু আমার পেশা নয়, আমার ব্যক্তিত্ব।

শৈশবের স্মৃতি টেনে ক্রুজ বলেন, সিনেমার প্রতি প্রেম জন্মেছিল খুব অল্প বয়সে। অন্ধকার প্রেক্ষাগৃহে আলোর সেই রশ্মি আমার কল্পনাশক্তি জাগিয়ে তুলেছিল, পরিচিত জীবনের বাইরে অন্য বাস্তবতা দেখিয়েছিল—এখনো আমি সেই আলোর পথেই হাঁটছি।

দর্শকদের উদ্দেশে তিনি বলেন, আমি চলচ্চিত্র শিল্পকে সহায়তা করতে, নতুন কণ্ঠস্বরকে তুলে ধরতে এবং সিনেমার শক্তিকে অটুট রাখতে কাজ করে যাব। আশা করি আমার হাড়গোড় অক্ষতই থাকবে।

নিজের স্টান্ট নিজে করে বিশ্বজুড়ে সাড়া তোলা টম ক্রুজ বর্তমানে আলেহান্দ্রো গঞ্জালেস ইনারিতুর নতুন একটি সিনেমার শুটিং করছেন, যার নাম এখনো চূড়ান্ত হয়নি।

টম ক্রুজ ১৯৯০ সালে ‘বর্ন অন দ্য ফোর্থ অব জুলাই’ ও ১৯৯৭ সালে ‘জেরি ম্যাগুয়ের’–এর জন্য সেরা অভিনেতা বিভাগে প্রথম দুবার অস্কারের মনোনয়ন পান। ২০০০ সালে ‘ম্যাগনোলিয়া’-তে পার্শ্ব অভিনেতা হিসেবে তৃতীয় মনোনয়ন এবং ২০২৩ সালে ‘‘টপ গান: ম্যাভেরিক’–এর প্রযোজক হিসেবে চতুর্থবারের মতো মনোনীত হন।

ক্রুজ অভিনীত সর্বশেষ ছবি ‘মিশন ইম্পসিবল: ফাইনাল রেকনিং’ মুক্তি পেয়েছে মে মাসে। এ পর্যন্ত ফ্র্যাঞ্চাইজিটির সাতটি সিনেমা মুক্তি পেয়েছে; ‘ফাইনাল রেকনিং’ সিরিজের অষ্টম কিস্তি। আগের পর্ব ‘ডেড রেকনিং পার্ট ওয়ান’ মুক্তি পায় ২০২৩ সালে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যে কারণে মুশফিককে ‘কিংবদন্তি’ বললেন ফিল সিমন্স

যে কারণে মুশফিককে ‘কিংবদন্তি’ বললেন ফিল সিমন্স

এবার সংসদ নির্বাচনে ভোটার কত, জানালেন ইসি সচিব

এবার সংসদ নির্বাচনে ভোটার কত, জানালেন ইসি সচিব

৭ কলেজ নিয়ে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ গঠনে নীতিগত সিদ্ধান্ত

৭ কলেজ নিয়ে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ গঠনে নীতিগত সিদ্ধান্ত

৫ ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

৫ ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App