জন্মদিনে বন্ধু মোদিকে ফোনে শুভেচ্ছা ট্রাম্পের

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৪ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার রাতে মোদির ৭৫তম জন্মদিন উপলক্ষে এ শুভেচ্ছা জানান তিনি।
এর আগে একই দিনে ভারত ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে বাণিজ্য আলোচনা হয়েছে। দুই পক্ষই এই বিষয়টাকে ইতিবাচক হিসেবে দেখছে। রাশিয়ার কাছ থেকে ভারত তেল কেনায় ক্ষুব্ধ হয়ে ট্রাম্প শুল্ক ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর পর দুই দেশের সম্পর্কে যে শীতলতা নেমেছিল, এই ফোনালাপকে সেটি কাটিয়ে ওঠার প্রথম বড় ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, এইমাত্র আমার বন্ধু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এক অসাধারণ ফোনালাপ করলাম। আমি তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানালাম! তিনি দারুণ কাজ করছেন। নরেন্দ্র: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ করার প্রচেষ্টায় আপনার সমর্থনের জন্য ধন্যবাদ।
মোদিও এক্স-এ পোস্ট করে ট্রাম্পকে ধন্যবাদ জানান। তিনি লেখেন, আমার ৭৫তম জন্মদিনে ফোনকল ও আন্তরিক শুভেচ্ছার জন্য আপনাকে ধন্যবাদ, আমার বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্প। আপনার মতো আমিও ভারত-যুক্তরাষ্ট্রের সমন্বিত ও বৈশ্বিক অংশীদারত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।
আরো পড়ুন : শুল্ক নিয়ে আবারও ভারতের সঙ্গে আলোচনায় বসতে চান ট্রাম্প
মোদি বলেন, ট্রাম্পের সাম্প্রতিক উদ্যোগ ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের পথে সহায়ক হতে পারে। এর আগে ট্রাম্প আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ওয়াশিংটনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন।
গত ১৭ জুনের পর এটি ছিল মোদি-ট্রাম্পের মধ্যে প্রথম ফোনালাপ। সেই সময় ট্রাম্প দাবি করেছিলেন, তিনি ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি করিয়েছেন এবং এ প্রচেষ্টার সঙ্গে বাণিজ্য আলোচনার যোগসূত্র রয়েছে। তবে মোদি সেই দাবি প্রত্যাখ্যান করে জানান, ভারত-পাকিস্তান সম্পর্কের বিষয়ে যুক্তরাষ্ট্রের কোনো মধ্যস্থতা হয়নি।
সম্প্রতি ৬ সেপ্টেম্বর ট্রাম্প বলেছিলেন, ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি ‘বিশেষ সম্পর্ক’ রয়েছে এবং দুশ্চিন্তার কিছু নেই। কয়েক ঘণ্টা পর মোদি ট্রাম্পের এই মন্তব্যকে কৃতজ্ঞতা জানিয়ে সমর্থন করেন। এরপর ১০ সেপ্টেম্বর ট্রাম্প বলেন, দুই দেশ বাণিজ্য প্রতিবন্ধকতা দূর করতে আলোচনা চালাচ্ছে এবং তা সফল হবে। জবাবে মোদি আশ্বাস দেন, ভারত-যুক্তরাষ্ট্র সহযোগিতা আরো উজ্জ্বল ও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করবে।