×

বীমা

স্বাস্থ্য সেবায়

এক সঙ্গে কাজ করবে পালস হেলথকেয়ার ও শান্তা লাইফ ইনস্যুরেন্স

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ০৪:০৩ এএম

এক সঙ্গে কাজ করবে পালস হেলথকেয়ার ও শান্তা লাইফ ইনস্যুরেন্স

এক সঙ্গে কাজ করবে পালস হেলথকেয়ার ও শান্তা লাইফ ইনস্যুরেন্স

দেশের জনগণের জন্য সমন্বিত সুরক্ষা ও সুস্বাস্থ্য সেবা চালুর লক্ষ্যে পালস হেলথকেয়ার সার্ভিসেস এবং শান্তা লাইফ ইনস্যুরেন্স পিএলসি-এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রাজধানীর শান্তা ফোরাম-এ সম্প্রতি আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষর করেন পালস হেলথকেয়ার-এর প্রতিষ্ঠাতা রুবাবা দৌলা এবং শান্তা লাইফ ইনস্যুরেন্স-এর প্রধান নির্বাহী কর্মকর্তা নাফিস এ আহমেদ। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সমঝোতার মাধ্যমে পালস হেলথকেয়ার-এর আধুনিক ডিজিটাল স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম এবং শান্তা লাইফ ইনস্যুরেন্সের বীমা সুবিধা একত্রিত হয়ে একটি প্রযুক্তিনির্ভর সেবা প্যাকেজ তৈরি করেছে। এর আওতায় থাকবে একটি সমন্বিত প্ল্যাটফর্মের অধীনে ৩৬০ ডিগ্রী বীমা সেবা, ২৪ ঘণ্টা চিকিৎসকের পরামর্শ গ্রহণের সুযোগ এবং আরও অন্যান্য সুবিধা।

রুবাবা দৌলা বলেন, “সুস্থতা মানে শুধুমাত্র চিকিৎসাই নয় — এটি সুরক্ষা, প্রতিরোধ ও অন্যান্য সেবার সহজলভ্যতার সমন্বয়। শান্তা লাইফ ইনস্যুরেন্স-এর সঙ্গে এই সমঝোতার মাধ্যমে আমরা প্রতিটি বাংলাদেশি পরিবারের জন্য এই সমন্বিত সেবা ডিজিটাল মাধ্যমে বাস্তবে রূপ দিচ্ছি।”

নাফিস এ আহমেদ বলেন, “পালস হেলথকেয়ার-এর সঙ্গে আমাদের এই যৌথ প্রচেষ্টা দৈনন্দিন জীবনের সঙ্গে আমাদের জীবন ও স্বাস্থ্যসেবাকে একীভূত করতে সহায়তা করবে। আমরা একসাথে কাজ করে বীমা ও স্বাস্থ্য সেবাকে আরও সহজ করে তুলতে চাই।”

এই উদ্যোগের আওতায় থাকবে বিভিন্ন উচ্চ-ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবা ও সামগ্রিক বীমা ব্যবস্থা। এর মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে খুব দ্রুত বিভিন্ন সেবা প্রদান করা হবে। বাংলাদেশে এ ধরনের প্রযুক্তিনির্ভর স্বাস্থ্য ও বীমা সেবার এটি প্রথম উদ্যোগ। 

অনুষ্ঠানে পালস হেলথকেয়ার থেকে উপস্থিত ছিলেন জনাব শাহ আলম নয়ন, চিফ-ফাইন্যানশিয়াল অফিসার; জনাব এনামুল কবির, বিজনেস হেড; শাফায়েত চৌধুরী, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার; মেহনাজ বিনতে আজম, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, বিজনেস অপারেশনস। শান্তা লাইফ ইনস্যুরেন্স থেকে উপস্থিত ছিলেন খুরশীদ কায়সার, ডিএমডি এন্ড সিডিও; মাশফিকুর রহমান, ইভিপি; মো: নুরুল মোরসালিন, ভিপি এবং ফয়সাল কামাল, সিনিয়র ম্যানেজার।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এবার নাসির উদ্দিন পাটোয়ারীর নামে মামলা যুবদল নেতা নয়নের

এবার নাসির উদ্দিন পাটোয়ারীর নামে মামলা যুবদল নেতা নয়নের

পিএসসির সামনে অ্যাকশনে সেনাবাহিনী

পিএসসির সামনে অ্যাকশনে সেনাবাহিনী

বিএনপির প্রার্থী তালিকায় নেই যেসব প্রভাবশালী নেতার নাম

বিএনপির প্রার্থী তালিকায় নেই যেসব প্রভাবশালী নেতার নাম

তিন আসনে লড়বেন খালেদা জিয়া, তারেক রহমান একটিতে

তিন আসনে লড়বেন খালেদা জিয়া, তারেক রহমান একটিতে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App