×

জামায়াত

জামায়াতের সমাবেশ

সোহরাওয়ার্দী উদ্যান জনসমুদ্রে পরিণত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ১১:১৯ এএম

সোহরাওয়ার্দী উদ্যান জনসমুদ্রে পরিণত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ ঘিরে লাখো মানুষের ঢল নেমেছে। ছবি : সংগৃহীত

সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ ঘিরে লাখো মানুষের ঢল নেমেছে। সমাবেশ শুরুর নির্ধারিত সময়ের প্রায় ছয় ঘণ্টা আগেই উদ্যান কানায় কানায় পূর্ণ হয়ে যায় নেতাকর্মী ও সমর্থকদের ভিড়ে। শুধু উদ্যানের ভেতরেই নয়, বাইরে আশপাশের সড়ক ও এলাকার অলিগলি পর্যন্ত ছড়িয়ে পড়েছে জনস্রোত।

শনিবার (১৯ জুলাই) ভোর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাস, ট্রেন ও লঞ্চযোগে রাজধানীতে পৌঁছাতে থাকেন জামায়াতের নেতাকর্মীরা। অনেকে রাতেই সমাবেশস্থলে পৌঁছে অবস্থান নেন। এরপর সকালে খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা ঢুকে পড়েন উদ্যানে। নেতাকর্মীদের অনেকের হাতে শোভা পাচ্ছে জামায়াতের প্রতীক দাঁড়িপাল্লা। অনেকে দলীয় মনোগ্রাম খচিত টি-শার্ট ও পাঞ্জাবি পরে যোগ দিয়েছেন এই মহাসমাবেশে।

নোয়াখালীর সোনাইমুড়ী থেকে আসা জামায়াতকর্মী সোহেল হাসান জানান, আমাদের উপজেলা থেকেই প্রায় ৪০টি বাসে এবং বিভিন্নভাবে অন্তত ৩০ হাজার মানুষ ঢাকায় এসেছি। সিরাজগঞ্জ থেকে আসা এরশাদ আলী বলেন, ট্রেন আর বাস মিলিয়ে আমাদের জেলা থেকেও ৩০-৪০ হাজার কর্মী সমাবেশে এসেছেন।

আরো পড়ুন : সমাবেশে আসার পথে সড়কে প্রাণ গেল উপজেলা জামায়াত আমিরের

সমাবেশের সার্বিক ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করছেন বিশাল স্বেচ্ছাসেবক দল। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাবেশ সফল করতে প্রায় ২০ হাজার স্বেচ্ছাসেবক দেশের বিভিন্ন জেলা থেকে এসেছেন। শুধু সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের এলাকায় ছয় হাজার স্বেচ্ছাসেবক মাঠে রয়েছেন।

মৎস্য ভবন এলাকায় দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবক টিম প্রধান মাসুদুর রহমান বলেন, আমাদের প্রধান কাজ হলো নেতাকর্মীদের সঠিকভাবে সমাবেশস্থলে পৌঁছাতে সহায়তা করা। কে কোন গেট দিয়ে ঢুকবেন, কোথায় বসবেন—সব নির্দেশনা আমরা দিচ্ছি। হাইকোর্ট, শাহবাগ ও মৎস্যভবন এলাকায় ঘুরে দেখা গেছে, স্বেচ্ছাসেবকরা একই ধরনের পোশাক পরে দলে দলে কর্মীদের গাইড করছেন।

জামায়াতের দাবি অনুযায়ী, তাদের সাত দফা দাবির মধ্যে রয়েছে, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সমতাভিত্তিক পরিবেশ নিশ্চিতকরণ, দেশের সব গণহত্যার বিচার, মৌলিক কাঠামোগত সংস্কার, ‘জুলাই সনদ’ বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহতদের পুনর্বাসন, সংখ্যানুপাতিক ভোটব্যবস্থা চালু এবং এক কোটির বেশি প্রবাসী ভোটারের ভোটাধিকার নিশ্চিত করা।

দলটির নেতারা বলছেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এটি জামায়াতের প্রথম একক জাতীয় সমাবেশ, যা অনুষ্ঠিত হচ্ছে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। সমাবেশ ঘিরে রাজধানীতে কড়া নিরাপত্তা ব্যবস্থা ও স্বেচ্ছাসেবক বাহিনীর তৎপরতায় সকাল থেকেই ঐতিহাসিক এই উদ্যান এক অভূতপূর্ব জনসমুদ্রে রূপ নিয়েছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কার্যকর বাজার তদারকির মাধ্যমে ভোক্তা ও ব্যবসায়ের স্বার্থ সুরক্ষার আহ্বান

কার্যকর বাজার তদারকির মাধ্যমে ভোক্তা ও ব্যবসায়ের স্বার্থ সুরক্ষার আহ্বান

নাসীরুদ্দীনের ‘আপত্তিকর’ বক্তব্য: বিএনপির বিক্ষোভের মুখে এনসিপির সভা পণ্ড

নাসীরুদ্দীনের ‘আপত্তিকর’ বক্তব্য: বিএনপির বিক্ষোভের মুখে এনসিপির সভা পণ্ড

‘আমি একজন গ্রামের ছেলে’ পরিচয়েই গর্বিত

‘আমি একজন গ্রামের ছেলে’ পরিচয়েই গর্বিত

অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষার বিষয়ে রবিবার বৈঠক

ফিরছে একের পর এক পরীক্ষা অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষার বিষয়ে রবিবার বৈঠক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App