×

গণমাধ্যম

নেক্সট টাইম পেলে গাড়িসহ লটকাইয়া রাখবো, সাংবাদিককে ট্রাফিক পুলিশের এসি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ০৯:৪৩ পিএম

নেক্সট টাইম পেলে গাড়িসহ লটকাইয়া রাখবো, সাংবাদিককে ট্রাফিক পুলিশের এসি

রামপুরার সহকারী পুলিশ কমিশনার মেহেদী হাসান, সাংবাদিককে হুমকি ও ভয় দেখানোর সময়।

অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম-এর সিনিয়র মাল্টিমিডিয়া রিপোর্টার তোফায়েল আহমেদকে রামপুরার ট্রাফিক পুলিশের বক্সে নিয়ে হেনস্তা এবং হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। তোফায়েলের অভিযোগ, রামপুরার সহকারী পুলিশ কমিশনার (এসি) মেহেদী হাসান তাকে বলেন, “নেক্সট টাইম ওকে পেলে গাড়িসহ লটকে রাখবা।”

রোববার (৫ অক্টোবর) সন্ধ্যার পর, রামপুরার একটি ব্রিজের সামনে মোটরসাইকেল চালানোর সময় তোফায়েলকে থামায় ট্রাফিক পুলিশ। তখন তার মোটরসাইকেলের কাগজপত্র নিয়ে তর্কবিতর্কের এক পর্যায়ে তাকে ট্রাফিক বক্সে নিয়ে হুমকি দেয়া হয়।

তোফায়েল আহমেদ বলেন, “আমার গাড়ির কাগজ অফিসে জমা আছে। ট্রাফিক পুলিশ আমাকে থামানোর পর গাড়ি থেকে চাবি নিয়ে নেয়। এরপর আমাকে বলা হয়, ট্রাফিক বক্সে এসি আছেন, তার সঙ্গে কথা বলতে। আমি যখন এসির সঙ্গে কথা বলার চেষ্টা করি, তিনি ১০ মিনিট ধরে গালাগালি করেন। এরপর ট্রাফিক ইন্সপেক্টরও আমার সঙ্গে বাজে ব্যবহার করেন, যা পুলিশ বক্সের সিসি ক্যামেরায় রেকর্ড করা আছে। পরে এসি বলেন, ‘ওর গাড়ির চাবি দিয়ে দাও, নেক্সট টাইম ওকে পেলে গাড়িসহ লটকাইয়া রাখবা’।

তোফায়েল আরও জানান, তিনি ভিডিও করার জন্য মোবাইল ফোন বের করলে, টিআইএস তার হাত থেকে ফোন ছিনিয়ে নেন এবং তখনও তাকে ছাড়েননি।

এই ঘটনায় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। তারা অভিযোগ করে বলেন, তদন্ত সাপেক্ষে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক। পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুই দশক পর গণমাধ্যমের মুখোমুখি তারেক রহমান

দুই দশক পর গণমাধ্যমের মুখোমুখি তারেক রহমান

নেক্সট টাইম পেলে গাড়িসহ লটকাইয়া রাখবো, সাংবাদিককে ট্রাফিক পুলিশের এসি

নেক্সট টাইম পেলে গাড়িসহ লটকাইয়া রাখবো, সাংবাদিককে ট্রাফিক পুলিশের এসি

কুরআন অবমাননাকারী যুবকের কঠোর শাস্তির দাবি ইনকিলাব মঞ্চের

কুরআন অবমাননাকারী যুবকের কঠোর শাস্তির দাবি ইনকিলাব মঞ্চের

কুরআন অবমাননার ঘটনায় ইনকিলাব মঞ্চের প্রতিবাদ

কুরআন অবমাননার ঘটনায় ইনকিলাব মঞ্চের প্রতিবাদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App